পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Blood Shortage: রক্ত সংকট পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে - ব্লাড ব্যাংক

রক্তের চাহিদা প্রবল (Demand of Blood) ৷ পর্যাপ্ত পরিমাণে যোগান নেই ৷ তাই রক্তের সংকট (Blood Shortage) শুরু হয়েছে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Purulia Hospital) ৷

blood-shortage-at-purulia-government-medical-college-and-hospital
Blood Shortage: রক্ত সংকট পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

By

Published : Nov 5, 2022, 3:27 PM IST

পুরুলিয়া, 5 নভেম্বর: পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Purulia Government Medical College and Hospital) ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্ত সংকট (Blood Shortage) । সমস্যায় পড়েছেন সেখানে আসা রোগী ও রোগীর পরিবার । রক্তের চাহিদা (Demand of Blood) প্রবল থাকলেও পর্যাপ্ত পরিমাণে যোগান না থাকায় সমস্যায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষও । দিন দিন রক্তের সন্ধানে এসে রক্ত না পেয়ে ঘুরে যেতে হচ্ছে রোগী বা রোগীর আত্মীয়দের ।

পরিস্থিতি মোকাবিলায় রোগীর পরিবার পরিজনেরা ব্লাড ব্যাংকে (Blood Bank) রক্ত দিচ্ছেন, তার পরিবর্তে নিজেদের চাহিদা মতো গ্রুপের রক্ত দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ । যাঁদের রক্তদাতা নেই, তাঁরা পড়ছেন ভীষণ সমস্যায় । বিগত কয়েকমাস ধরে পর্যাপ্ত রক্তদান শিবির (Blood Donation Camp) না হওয়ায় এই রক্ত সংকট আরও বেড়েছে পুরুলিয়া সদর হাসপাতালে ।

রক্ত সংকট পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে

হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সন্ধানে আসা রোগীর আত্মীয়দের অভিযোগ, ব্লাড ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে রক্ত নেই । নিজেদের ডোনার নিয়ে আসতে হচ্ছে৷ তারপর রক্ত পরিবর্তন করে রোগীদের চাহিদা মতো গ্রুপের রক্ত দেওয়া হচ্ছে । আবার কেউ অভিযোগ করছেন, ডোনার নিয়ে এলেও যে গ্রুপের রক্ত প্রয়োজন, সেই গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না ।

যদিও পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের কাউন্সিলর মৌ দাস স্বীকার করেছেন রক্ত সংকটের কথা । তিনি বলেন, "প্রতিদিন 40-50 ইউনিট করে রক্ত সরবরাহ করা হচ্ছে । প্রতিদিন রোগীর আত্মীয়দের কাছে রক্ত নিয়ে পরিবর্তে রক্ত দেওয়া হচ্ছে। ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্ত নেই । বর্তমানে রক্তদান শিবির না হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে ।"

আরও পড়ুন:চপ বিক্রেতার নামে জায়গার নামকরণ ! আপ্লুত সাতাত্তরের বৃদ্ধ

ABOUT THE AUTHOR

...view details