পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kalindi Gets Ration Card : তড়িঘড়ি তৈরি করে দেওয়া হল কালো সোনা কালিন্দীর রেশন কার্ড - Block Administration quickly arrange ration card for Kalosona Kalindi

নাচনি শিল্পী কালো সোনা কালিন্দীর খবর প্রকাশের পরই পুরুলিয়ার ব্লক প্রশাসনের উদ্যোগে তৈরি হল রেশন কার্ড (Kalindi Gets Ration Card) ৷

Kalindi Gets Ration
কালো সোনা কালিন্দী

By

Published : Apr 2, 2022, 6:50 PM IST

পুরুলিয়া,2 এপ্রিল: সংবাদমাধ্যমে নাচনি শিল্পী কালো সোনা কালিন্দীর খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল পুরুলিয়ার ব্লক প্রশাসন। দ্রুত তৈরি করে দেওয়া হল কালো সোনা কালিন্দীর রেশন কার্ড (Kalindi Gets Ration Card) ৷ এই শিল্পীর বাড়ি পুরুলিয়া 1 নম্বর ব্লকের মাগুরিয়া গ্রামে ৷

যে শিল্পী একসময় মানুষের মনরঞ্জন করতেন, তাঁর দিন এখন কাটছে অনাহারে ৷ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাননি কোনও আর্থিক সহায়তা। তিনি জানান, প্রতিবেশীদের দয়ায় তাঁর দু‘ মুঠো খাবার জোটে। খবরের জেরে ঘটনার কথা শুনে তড়িঘড়ি কালো সোনা কালিন্দীর বাড়ি গিয়েছিলেন পুরুলিয়া 1নং ব্লকের বিডিও অনিরুদ্ধ ঘোষ। দিয়েছিলেন সাহায্যের আশ্বাস ৷ পুরুলিয়া সদর মহকুমা শাসক বিমলেন্দু দাসের নির্দেশ মত পুরুলিয়ার 1নং ব্লকের বিডিও অনিরুদ্ধ ঘোষ ওই বৃদ্ধার রেশন কার্ড করিয়ে দিয়েছেন। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ওঁর রেশন কার্ড করিয়ে দেওয়া হয়েছে ৷ কিছু দিনের মধ্যে তা ডাকযোগে পাঠানো হবে। একইসঙ্গে ওঁর বাড়ির মেঝেও পাকা করে দেওয়া হবে। যতদিন না উনি রেশন পাচ্ছেন ততদিন ওঁকে ফুড কুপনের ব্যবস্থা করা হবে। সকালের দিকে রান্না করা খাবার যাতে তিনি নিকটবর্তী অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে পান সেটিও দেখা হচ্ছে ।"

কালো সোনা কালিন্দীর দুরাবস্থার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই তৎপর হয়ে ওঠে ব্লক প্রশাসন ৷ তড়িঘড়ি তৈরি করে দেওয়া হয় তাঁর রেশন কার্ড ৷

আরও পড়ুন :অনাহারে দিন কাটাচ্ছেন আসর কাঁপানো নাচনী শিল্পী

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details