পুরুলিয়া, 8 ফেব্রুয়ারি : পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল রেশন ডিলার তথা তৃণমূল নেতার বিরুদ্ধে । গুরুতর আহত অবস্থায় বিজেপি কর্মী মেঘনাথ মাঝিকে ভরতি করা হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে । অভিযুক্ত রেশন ডিলারের নাম শান্তনু কুণ্ডু ।
দীর্ঘদিন ধরে উপভোক্তাদের রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি করছে বলরামপুরের রেশন ডিলার শান্তনু কুঁণ্ডু । এই অভিযোগ তুলতেই মেঘনাথ মাঝির উপর চড়াও হয় রেশন ডিলার তথা এলাকার তৃণমূল নেতা । প্রথমে শুরু হয় বচসা । পরে মারধরের অভিযোগও ওঠে শান্তনু-র বিরুদ্ধে । বাটখাড়া দিয়ে মুখে মারার পর, রড দিয়ে মাথার পিছনে আঘাতের অভিযোগ ওঠে । গুরুতর আহত অবস্থায় প্রথমে এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মেঘনাথকে । সেখান থেকে পরে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান বিজেপির একাধিক নেতাকর্মীরা । অভিযুক্তের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা না নেওয়া হলে, আন্দোলনের হুঁশিয়ারি দেয় জেলা বিজেপি নেতৃত্ব ।