পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 10, 2019, 9:11 PM IST

ETV Bharat / state

সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চায়েত সমিতি দখল BJP-র

14 মাসের টালবাহানার পর সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চায়েত সমিতি দখল করল BJP । তাদের দাবি, এতদিন সমিতি গঠন না হওয়ায় জেলা পরিষদের উন্নয়ন থমকে ছিল ।

সুপ্রিম কোর্ট

পুরুলিয়া, 10 জুলাই : 14 মাসের টানাপোড়েনের অবসান । সুপ্রিম কোর্টের নির্দেশে আজ আনুষ্ঠানিকভাবে বরাবাজার পঞ্চায়েত সমিতি দখল করল BJP । সভাপতি নির্বাচিত হয়েছেন রামজীবন মাহাত ।

পঞ্চায়েত নির্বাচনে 28 আসনের বরাবাজার পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 14টি আসন । BJP-র ঝুলিতে এসেছিল 13 টি আসন । কংগ্রেসের দখলে একটি আসন ছিল । কয়েকদিন পর কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থী BJP-তে যোগ দেন । ফলে তৃণমূল ও BJP দু'দলেরই আসন সংখ্যা ছিল 14 । লটারির মাধ্যমে সভাপতি নির্বাচনের সিদ্ধান্ত নেন তৎকালীন জেলাশাসক অলোকেশপ্রসাদ রায় । সেভাবে পঞ্চায়েত সমিতি দখল করে BJP । কিন্তু, তা মানতে অস্বীকার করে তৃণমূল । ঘটনাকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা তৈরি হয় । আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন তৎকালীন জেলাশাসক ।

পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় জেলা BJP । এরপর গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে আজ বরাবাজার পঞ্চায়েত সমিতি দখল করে গেরুয়া শিবির । আবির খেলায় মেতে ওঠেন BJP কর্মীরা । BJP-র দাবি, এতদিন পঞ্চায়েত সমিতি গঠন না হওয়ায় পুরুলিয়া জেলা পরিষদে কর্মাধ্যক্ষ নির্বাচিত হয়নি । তার জেরে জেলা পরিষদের উন্নয়নও থমকে ছিল ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details