পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় তৃণমূলে যোগ শতাধিক BJP কর্মীর

পুরুলিয়ায় তৃণমূলে যোগ দিল শতাধিক BJP নেতা-কর্মী । গতকাল তাদের হাতে পতাকা তুলে দেয় তৃণমূল নেতৃত্ব ।

Leaving the BJP and joining TMC
BJP ছেড়ে তৃণমূলে যোগ

By

Published : Jun 21, 2020, 11:35 AM IST

পুরুলিয়া, 21 জুন : BJP ছেড়ে তৃণমূলে যোগ দিল শতাধিক কর্মী । শনিবার পুরুলিয়ার পাড়া ব্লকের দুবড়া অঞ্চলে এক অনুষ্ঠানের মাধ্যমে তৃণমূলে যোগ দেয় তারা । তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পাড়ার বিধায়ক উমাপদ বাউরিসহ এলাকার অঞ্চল প্রধান সহ অন্যরা ।

যোগদানকারীরা বলেন, "পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন- প্রতিটি ক্ষেত্রে BJP-র সঙ্গে ছিলাম । কিন্তু এতদিনের BJP-র পক্ষ থেকে একটিও সুযোগ-সুবিধা বা সাহায্য পাইনি । এমনকী এই কোরোনা পরিস্থিতির মাঝে BJP নেতা-কর্মীরা খোঁজ নেয়নি। তাই আজ সকলে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলাম ।"

এই বিষয়ে জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, "সময় যত এগোচ্ছে সাধারণ মানুষ BJP-র আসল রূপটা ধীরে ধীরে চিনতে পারছে । জেলা তথা রাজ্যে তৃণমূলের বিকল্প কিছু নেই । তাই মানুষ নিজেদের এবং এলাকার উন্নয়নের জন্য তৃণমূলে যোগদান করছে ।"

দলবদল নিয়ে BJP-র জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "এটা তৃণমূলের একটা প্রচার চালানোর কৌশল । যারা সত্যিকারের BJP করে তারা কেউ দলত্যাগ করেনি । যারা তৃণমূলেরই লোক BJP-র দিকে ঝুঁকেছিল তাদেরই তৃণমূলে যোগদান করানো হচ্ছে । সময় হলে মানুষ ঠিক জবাব দেবে যেমন জবাব দিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা নির্বাচনে । পুরুলিয়ার মানুষ আমাদের পাশে আছে পরেও থাকবে ।"

ABOUT THE AUTHOR

...view details