পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরব পুরুলিয়া বিজেপি

মঙ্গলবার পুরুলিয়ার (Purulia) বাঘমুণ্ডি ব্লকের সেরেংডি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনায় (PMAYG) দুর্নীতির অভিযোগ তুলে স্মারকলিপি দিল বিজেপি (BJP) ৷ আবাস যোজনার তালিকায় স্বচ্ছতা না এলে ব্লক অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির ৷

bjp-submit-deputation-in-purulia-against-corruption-in-pmayg
BJP: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরব পুরুলিয়া বিজেপি

By

Published : Dec 13, 2022, 8:56 PM IST

বাঘমুণ্ডি (পুরুলিয়া), 13 ডিসেম্বর: আবাস যোজনায় (PMAYG) দুর্নীতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে স্মারকলিপি দিল বিজেপি (BJP) ৷ মঙ্গলবার দুপুরে পুরুলিয়ার (Purulia) বাঘমুণ্ডি ব্লকের সেরেংডি গ্রাম পঞ্চায়েতে এই স্মারকলিপি দেওয়া হয় ৷ বাঘমুণ্ডি বিধানসভায় বিজেপির তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে দেওয়া এই স্মারকলিপি ৷

বিজেপির তরফে চার দফা দাবিও পেশ করা হয়েছে ৷ তাদের দাবি, আবাস যোজনার (Awas Yojana) তালিকায় কোনও দুর্নীতি করা যাবে না ৷ বঞ্চিত সাধারণ মানুষের নাম তালিকায় নথিভুক্ত করতে হবে ৷ যে তালিকা ধরে আবাস যোজনার সমীক্ষা হচ্ছে ও যাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই বিষয়ে স্বচ্ছ তালিকা প্রদান করতে হবে । আর কী কারণে গরিব মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, লিখিত ভাবে তা জানাতে হবে ।

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরব পুরুলিয়া বিজেপি

এদিন এই ডেপুটেশনে কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক সামিল হন । বিজেপির ব্লক আহ্বায়ক রাকেশ মাহাতো বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার জন্য যে টাকা দিয়েছে, সেই টাকায় যোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ৷ তার বিরুদ্ধে আজ আমরা প্রধান অফিসে স্মারকলিপি দিলাম । আগামিদিনে যদি যোগ্যদের নাম আবাস প্লাস যোজনায় তালিকা ভুক্ত না করা হয়, তাহলে আমরা ব্লক অফিস ঘেরাও কর্মসূচি করব ।’’

অন্যদিকে তিন নম্বর মণ্ডলের সভাপতি বিভূতি রজক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৷ এছাড়া ছিলেন অনেক সাধারণ মানুষ, যাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ তাঁদেরই মধ্যে একজন হেমন্ত কৈবর্ত বলেন, ‘‘আমি অন্ধ ৷ আমার তিন মেয়ে, একটা ছেলে আছে । আমার স্ত্রী দিনমজুরি করে পরিবার চালান । কিন্তু আমার নাম থাকা সত্ত্বেও আমার নাম কেটে দেওয়া হয়েছে আবাস প্লাস যোজনায় ।’’

আরও পড়ুন:আবাস যোজনায় নাম বাদ, পঞ্চায়েতে তালা গ্রামবাসীদের

ABOUT THE AUTHOR

...view details