পুরুলিয়া, 3 জুন: BJP-র বিজয় মিছিল । সেই মিছিলে নিজের পিকআপ ভ্যান ভাড়া দিয়ে মার খেলেন এক ব্যক্তি । তিনি BJP কর্মী । এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কেন্দা থানার অন্তর্গত পারবাইদ গ্রামের ।
গতকাল গ্রামে BJP বিজয় মিছিল উপলক্ষ্যে নিজের পিকআপ ভ্যান ভাড়া দেন স্থানীয় বলরাম মাহাত । অভিযোগ, গতকাল সন্ধ্যায় মিছিল শেষ হতেই তাঁর উপর চড়াও হয় তৃণমূলকর্মী মটর গড়াই ও তার দলবল । রড, লাঠি নিয়ে হামলা চালানো হয় । বলরামবাবুকে মারধর করা হয় । তাঁকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী ও ছোট ছেলেকেও মারধর করা হয় ।