পুরুলিয়া, 9 অগস্ট : সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে শাসক দলের দলীয় কার্যালয় । মঞ্চ বেঁধে প্রায় হাজার খানেক মানুষের জমায়েত দলীয় কর্মসূচি থেকে যোগদান কর্মসূচি, সবই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে । বর্তমান করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠনপাঠন । আর সেই সুযোগে এখন দলীয় কর্মসূচির জন্য শিক্ষা প্রতিষ্ঠানই ব্যবহার করছে শাসক দল তৃণমূল । যা নিয়ে প্রবল আপত্তি তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব ।
রবিবার পুরুলিয়া শহরের ভিক্টোরিয়া স্কুলের ময়দানে তৃণমূলের যোগদান কর্মসূচি ছিল ৷ বজরং দল, আরএসএস ও বিজেপি থেকে 550 জন মহিলা তৃণমূল কংগ্রেসে যোগদান করে । যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু, জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু, জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা । প্রায় ঘন্টা খানেকের বেশি সময় ধরে চলে যোগদান কর্মসূচি । প্রশ্ন উঠছে, শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে দলীয় কাজে ব্যবহার করতে পারে তৃণমূল কংগ্রেস ? ঘটনার প্রতিবাদে সরব হয়েছে পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব ।