পুরুলিয়া, 24 সেপ্টেম্বর : পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের সময় জয়ী BJP সদস্যদের ঢুকতে বাধা দিয়েছিল পুলিশ । তাই পুলিশকে "ঘুষখোর" বলে চিৎকার করেন তাঁরা । আর তাতেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় । ঘটনায় পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলে BJP । তাদের আটকাতে পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ । পুরুলিয়ার পাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।
পুলিশকে "ঘুষখোর" বলে চিৎকার BJP সদস্যদের, লাঠিচার্জ - BJP and police clash
পঞ্চায়েত নির্বাচনে 29 টি আসনের মধ্যে 16 টিতে জয় লাভ করে BJP । তৃণমূল পায় 12 টি । আর CPI(M)-এর দখলে আসে একটি আসন । কিন্তু পরে BJP-র চার জয়ী সদস্য তৃণমূলে যোগদান করায় তাদের আসন সংখ্যা দাঁড়ায় 16 টি । এরপর প্রশাসনের নির্দেশমতো গতকাল পাড়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় । সেখানে আগে থেকেই পুলিশ উপস্থিত ছিল । সেইসময় পঞ্চায়েতে ঢুকতে গেলে BJP সদস্যদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনায় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় । পুলিশকে "ঘুষখোর" বলে চিৎকার করতে থাকেন পঞ্চায়েতের BJP সদস্যরা । তাঁদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ ।
পঞ্চায়েত নির্বাচনে 29 টি আসনের মধ্যে 16 টিতে জয় লাভ করে BJP । তৃণমূল পায় 12 টি । আর CPI(M)-এর দখলে আসে একটি আসন । কিন্তু পরে BJP-র চার জয়ী সদস্য তৃণমূলে যোগদান করায় তাদের আসন সংখ্যা দাঁড়ায় 16 টি । এরপর প্রশাসনের নির্দেশমতো গতকাল পাড়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় । সেখানে আগে থেকেই পুলিশ উপস্থিত ছিল । সেইসময় পঞ্চায়েতে ঢুকতে গেলে BJP সদস্যদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনায় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় । পুলিশকে "ঘুষখোর" বলে চিৎকার করতে থাকেন পঞ্চায়েতের BJP সদস্যরা । তাঁদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত । তিনি বলেন, "পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে । পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই জেলাজুড়ে ঘোড়া কেনাবেচায় নেমেছে তৃণমূল । আর সেই কাজে সাহায্য করছে পুলিশ । পাড়া গ্রাম পঞ্চায়েত সমিতিতে BJP-র বোর্ড গঠন করার কথা । কিন্তু তৃণমূল পুলিশের ভয় ও প্রলোভন দেখিয়ে BJP-র জয়ী সদস্যদের নিজেদের দলে যোগদান করিয়েছে । আগামী দিনে মানুষ এর যোগ্য জবাব দেবে । এই ঘটনার প্রতিবাদে আমরা দলীয়ভাবে ব্যবস্থা নেব ।"