পুরুলিয়া, ৬ ফেব্রুয়ারি : যোগী আদিত্যনাথের সভার পর থেকে নিখোঁজ পুরুলিয়া জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক ও BJP সদস্য কার্তিক গড়াই। অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় তাঁর পরিবারের তরফে বলরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বলরামপুর থানার করমা গ্রামের বাসিন্দা কার্তিক গড়াই। তিনি হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গেও যুক্ত। গতকাল পুরুলিয়ায় যোগী আদিত্যনাথের সভায় গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। আজ সকালে উরমা গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের কাছে কার্তিকবাবুর মোটর বাইক ও মোবাইল উদ্ধার হয়। তাঁর মোটর বাইকে রক্তের দাগও দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।