পুরুলিয়া, 21জুলাই : চোপড়ায় কিশোরীর মৃত্যুর ঘটনায়তদন্তের দাবি,অভিযুক্তদেরচিহ্নিতকরণ করে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আন্দোলন পুরুলিয়া জেলাBJPমহিলা মোর্চার । আজ জেলার প্রতিটিব্লক এলাকায় বিক্ষোভ আন্দোলন চলে । পুরুলিয়া শহরের আন্দোলনে নেতৃত্ব দেন জেলাBJPমহিলা মোর্চা সভানেত্রী কাবেরীচট্টোপাধ্যায় ।
চোপড়ায় কিশোরীর মৃত্যুর তদন্তের দাবিতে BJP মহিলা মোর্চার আন্দোলন পুরুলিয়ায় - BJP Mahila Morcha movement in Purulia district
চোপড়ায় কিশোরীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে পুরুলিয়া জেলায় BJP মহিলা মোর্চার আন্দোলন । দাবি, অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসি দেওয়া হোক ।
![চোপড়ায় কিশোরীর মৃত্যুর তদন্তের দাবিতে BJP মহিলা মোর্চার আন্দোলন পুরুলিয়ায় The BJP Mahila Morcha movement in Purulia demanded an inquiry for death of a girl at chopra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:53:57:1595337837-wb-prl-03-21july-bjp-mahila-morcha-agitation-7204369-21072020181620-2107f-1595335580-767.jpg)
তিনিবলেন, "এলড়াই নারী সুরক্ষার লড়াই । রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা,মহিলাদের,কিশোরীদের নিরাপত্তা বলে কিছু নেই ।গণতন্ত্র বলে কিছু নেই । রাজ্যে বার বার ধর্ষণ ও খুনের ঘটনা যেভাবে ঘটে চলেছে তাতেরাজ্যের পুলিশ প্রশাসনের উপর সাধারণ মানুষের ভরসাও উঠে গেছে । যারাBJPকরছে তাদের খুন করা হচ্ছে,কিশোরীদের খুন হচ্ছে । এই প্রতিটিঘটনার সঙ্গে তৃণমূল জড়িত । অথচ রাজ্যের পুলিশ প্রশাসন চুপচাপ ।"
তিনিআরও বলেন,"রাজ্যেআইনশৃঙ্খলা বলে কিছু নেই । চোপড়ায় কিশোরীর মৃত্যুর ঘটনার সঙ্গেও তৃণমূল জড়িত রয়েছে। ওই কিশোরীকে গণধর্ষণ করে বিষ খাইয়ে খুন করা হয়েছে । অথচ কোনও তদন্ত না করেইপুলিশ সেটাকে বিষক্রিয়ায় মৃত্যু বলে চালিয়ে দিতে চাইছে । আমরা এই ধরণের ঘটনারতীব্র নিন্দা জানাচ্ছি ।"