পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় বিজেপির প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিস ঘেরাও কর্মসূচি - PARIVARTAN YATRA

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে । তার প্রতিবাদে পুরুলিয়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিস ঘেরাও করল বিজেপি নেতা কর্মীরা ।

পুরুলিয়ায় বিজেপির প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিস ঘেরাও কর্মসূচি
পুরুলিয়ায় বিজেপির প্রাথমিক বিদ্যালয় সংসদের অফিস ঘেরাও কর্মসূচি

By

Published : Feb 18, 2021, 2:22 PM IST

পুরুলিয়া, 18 ফেব্রুয়ারি : প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে । তারই প্রতিবাদে আজ পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতাকর্মীরা । এছাড়া জেলার অবর বিদ্যালয় পরিদর্শককে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা । এদিন বিজেপির শহর মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ।

আরও পড়ুন : রঘুনাথপুরে নির্মিত হল মহিলা থানার নতুন কার্যালয়

বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি 2014 সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত হয়েছে । কিন্তু চাকরি প্রার্থীদের কোনও তালিকা জনসমক্ষে প্রকাশ করা হয়নি । পুরুলিয়া জেলায় কত কর্মখালি রয়েছে, তালিকার মধ্যে পুরুলিয়ায় কতজন চাকরিপ্রার্থী রয়েছেন, পার্শ্বশিক্ষক ও প্রাক্তন চাকরিপ্রার্থী তালিকায় কতজন স্থান পেয়েছেন সেই সংখ্যাও জনসমক্ষে প্রকাশ করা হচ্ছে না ।

সত্যজিৎ অধিকারী এদিন বলেন, পুরুলিয়াবাসী বারবার বঞ্চনার শিকার হচ্ছে । প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে । কোনও তালিকা জনসমক্ষে আনা হচ্ছে না । জেলার ছেলেদের নিয়োগের ক্ষেত্রে পুরুলিয়া কাউন্সিল না হয়ে কলকাতায় করা হচ্ছে । এরই প্রতিবাদে আজ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ঘেরাও করা হয়েছে । পরিদর্শককে স্মারকলিপি প্রদান করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details