পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rahul slams Mamata: সময় শেষ, এখানে সেখানে মাথা ঠুকে কিছু হবে না; মমতাকে কটাক্ষ রাহুল সিনহার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশা সফর নিয়ে এবার আক্রমণ শানালেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha on Mamata Banerjee Odisha visit) ৷ তাঁর দাবি, তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে । মন্দিরে মাথা ঠুকে আর কিছু হবে না ৷

Rahul on Mamata Odisha visit
বিজেপি নেতা রাহুল সিনহা

By

Published : Mar 23, 2023, 2:08 PM IST

মমতাকে কটাক্ষ বিজেপির রাহুলের

পুরুলিয়া, 23 মার্চ:ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আশায় বুক বেঁধে সারা জায়গায় ঘুরতে শুরু করেন ৷ কিন্তু আসল সময়ে কিছুই হয় না । বৃহস্পতিবার এভাবেই পুরুলিয়া জেলা আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা (BJP Leader Rahul Sinha) ৷ এদিন মমতার পুরী সফরকে কেন্দ্র করেই আক্রমণ শানান রাহুল ৷ মুখ্যমন্ত্রী তিনদিনের ওড়িশা সফরে রয়েছেন ৷ বৃহস্পতিবার রাজ্যে ফেরার কথা তাঁর ৷

প্রসঙ্গত, 2018 সালে পুরুলিয়ায় এক বিজেপি নেতার রহস্য মৃতুর ঘটনার প্রতিবাদে জেলাশাসক দফতরের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন রাহুল সিনহা থেকে শুরু করে দলের অন্য নেতারা । সেই ঘটনায় রাহুলের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ । সেই মামলায় বিচারকের কাছে হাজিরা দিতেই এদিন আসেন বিজেপি নেতা । বৃহস্পতিবার সেই মামলায় জামিন পেলেন রাহুল সিনহা । আদালতের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতাকে আক্রমণ করেন তিনি ৷ মমতা-নবীন পট্টনায়েক বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে রাহুল বলেন, "বিরোধীদের মধ্যে ঐক্য কোথায়? পশ্চিমবাংলায় তৃণমূল যে পাপ করেছে তা খণ্ডাতে তিনি জগন্নাথ দেবের পায়ে মাথা ঠুকতে গিয়েছিলেন । কিন্তু তৃণমূলের সময় শেষ ৷ এখানে সেখানে মাথা ঠেকিয়ে আর কিছু হবে না ৷"

দিল্লিতে তৃণমুলের উচ্চ পর্যায়ের বৈঠক নিয়ে রাহুল জানান, বিনাশকালে হরিনাম করে কিছু হবে না । সময় থাকতে হরিনাম করেনি । বিনাশকালে করে কী হবে? তাঁকর কথায়, "রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন, "যাঁরা ঘুষ দিয়ে অযোগ্যরা চাকরি পেয়েছে তাঁদের চাকরি খাবেন না । আর যারা যোগ্যতা থাকা সত্ত্বেও ফুটপাতে বসে অবস্থান করছে তাদের বিষয়ে মুখ্যমন্ত্রী একবারও ভাবলেন না । মুখ্যমন্ত্রী যদি দুইয়ের সহাবস্থানের কথা ভাবতেন তাহলে তাঁর মানবিক দিকটা বোঝা যেত । যে মুখ্যমন্ত্রী দুর্নীতিকে এভাবে সমর্থন করেন তাঁর রাজ্যে দুর্নীতি প্রাধান্য পাবেই। এর চেয়ে বেশি কিছু বলা যায় না ।"

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি একথা ঘোষণা করেন তিনি ৷ এরপরই এদিন বীরভূমের দায়িত্ব নেওয়া নিয়ে মমতা ও অভিষেককে এক যোগে বিঁধলেন রাহুল সিনহা ৷ তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার দায়িত্ব নিয়েছিলেন রাজভোগ নিয়ে বাড়ি ফিরেছেন ৷ গোয়ার দায়িত্ব নিয়েছিলেন রসগোল্লা নিয়ে বাড়ি ফিরেছেন ৷ এখন বীরভূমের দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন । ওখানেও ডুববে । কারণ তৃণমূলের বাজার খারাপ ।"

আরও পড়ুন:পুরীর জগন্নাথ মন্দিরেও মা-মাটি-মানুষ গোত্রে পুজো মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details