পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় BJP-র দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

BJP থেকে তৃণমূলে যোগ দিলেন পুরুলিয়ায় প্রায় কয়েকশ জন । BJP- হাতছাড়া হল ডুড়কু গ্রাম পঞ্চায়েত ৷

BJP gram panchayat was taken over by TMC
BJP-র দখলে থাকা গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল

By

Published : Jun 15, 2020, 9:36 AM IST

পুরুলিয়া, 15 জুন : কোরোনা আবহের মধ্যেই BJP-র দখলে থাকা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল । পুরুলিয়া 1নম্বর ব্লকের ডুড়কু গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্যা সুজাতা মাহাত, সদস্য জিতেন বাউরf এবং পুরুলিয়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যা কল্যাণী সিং সর্দার সদলবদলে যোগদান করলেন তৃণমূলে । গতকাল পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী শান্তিরাম মাহাত ।

জানা যায়, বিগত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া 1নম্বর ব্লকের ডুড়কু গ্রাম পঞ্চায়েতের 10টি আসনের মধ্যে BJP দখল করে 6টি, তৃণমূল 3টি এবং CPIM 1টি । ফলে ওই গ্রাম পঞ্চায়েতটি BJP দখল করে । এদিনের যোগদানের ফলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় 5টি এবং BJP 4টি । একই সঙ্গে পঞ্চায়েত সমিতির BJP সদস্যা তৃণমূলে যোগ দেন । পাশাপাশি 7 নম্বর জেলা পরিষদের BJP-র সাধারণ সম্পাদক ত্রিলোচন গোপ, BJP-র IT কনভেনার বিদ্যাপতি গোপ, ডুড়কু অঞ্চলের BJP নেতা বিপিন সিংহসহ প্রায় কয়েকশো জন BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন ।

অন্যদিকে রঘুনাথপুর 2নম্বর ব্লকের জোরাডি অঞ্চলের সগড়কা গ্রামে 11টি পরিবার BJP ছেড়ে তৃণমূলে যোগদান করে । তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরী ।

যোগদানকারীরা বলেন, "BJP-র হয়ে জয়ী হয়েছিলাম ঠিকই, কিন্তু মানুষের উন্নয়নে কোন কাজ করতে পারিনি । তাই তৃণমূলের উন্নয়নের কাজের সঙ্গী হতেই সকলে BJP ছেড়ে তৃণমূলে যোগদান করলাম ।"

মন্ত্রী শান্তিরাম মাহাত এই দল পরিবর্তন করার প্রসঙ্গে জানান, "BJP-র উন্নয়ন করার কোনও দৃষ্টিভঙ্গি নেই । পঞ্চায়েত দখল করার পরেও তারা মানুষের কোন কাজ করতে পারেনি । তাই তৃণমূলের আদর্শ আর উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছায় তারা তৃণমূলে যোগদান করলেন । আগামী দিনে জেলায় BJP দল থাকবে না ।"

অন্যদিকে, BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "পঞ্চায়েত নির্বাচনে ওদের BJP-র টিকিট দেওয়া হয়েছিল । মানুষ ওদের জিতিয়েছে । তারপরও ওরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছিল । দল তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল । তার আগেই ওরা সুযোগ বুঝে দল পরিবর্তন করল । তৃণমূল ওদের টাকা পয়সার লোভ দেখিয়েছিল । যাইহোক, দল পরিবর্তন করলেও এলাকায় এর তেমন কোনও প্রভাব পড়বে না ।"

ABOUT THE AUTHOR

...view details