পুরুলিয়া, 15 জুন : কোরোনা আবহের মধ্যেই BJP-র দখলে থাকা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল । পুরুলিয়া 1নম্বর ব্লকের ডুড়কু গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্যা সুজাতা মাহাত, সদস্য জিতেন বাউরf এবং পুরুলিয়া 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির জয়ী সদস্যা কল্যাণী সিং সর্দার সদলবদলে যোগদান করলেন তৃণমূলে । গতকাল পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী শান্তিরাম মাহাত ।
জানা যায়, বিগত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া 1নম্বর ব্লকের ডুড়কু গ্রাম পঞ্চায়েতের 10টি আসনের মধ্যে BJP দখল করে 6টি, তৃণমূল 3টি এবং CPIM 1টি । ফলে ওই গ্রাম পঞ্চায়েতটি BJP দখল করে । এদিনের যোগদানের ফলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় 5টি এবং BJP 4টি । একই সঙ্গে পঞ্চায়েত সমিতির BJP সদস্যা তৃণমূলে যোগ দেন । পাশাপাশি 7 নম্বর জেলা পরিষদের BJP-র সাধারণ সম্পাদক ত্রিলোচন গোপ, BJP-র IT কনভেনার বিদ্যাপতি গোপ, ডুড়কু অঞ্চলের BJP নেতা বিপিন সিংহসহ প্রায় কয়েকশো জন BJP ছেড়ে তৃণমূলে যোগ দেন ।
অন্যদিকে রঘুনাথপুর 2নম্বর ব্লকের জোরাডি অঞ্চলের সগড়কা গ্রামে 11টি পরিবার BJP ছেড়ে তৃণমূলে যোগদান করে । তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরী ।