পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Headmaster Constructed School অবসরের আগে স্কুলে নতুন ভবন নির্মাণ করে দিলেন প্রধান শিক্ষক - Before Retirement the Headmaster Constructed School Building in Purulia

উপার্জনের টাকায় বিদ্যালয়ের জন্য "টুসু ভবন" নির্মাণ পুরুলিয়ার প্রধান শিক্ষকের ৷ এমনই ভিন্ন ছবি ধরা পড়ল পুরুলিয়ার বরাবাজার এলাকায় (Before Retirement the Headmaster Constructed School Building)।

Headmaster Constructed School
অবসরের আগে স্কুলে ভবন নির্মাণ করে দিলেন প্রধান শিক্ষক

By

Published : Aug 15, 2022, 12:54 PM IST

পুরুলিয়া, 15 অগস্ট:শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির কারণে যখন শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন উঠছে তখন যেন ভিন্ন ছবি ধরা পড়ল পুরুলিয়ার বরাবাজার এলাকায় (Before Retirement the Headmaster Constructed School Building) । বরাবাজার 2 নম্বর চক্রের বদলডি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফটিক চন্দ্র মাহাত 5 লক্ষ টাকা ব্যয় করে বিদ্যালয়ের জন্য একটি ভবন নির্মাণ করে দিলেন । তিনি বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন গত বছর জুলাই মাসে । কিন্তু ভবন নির্মাণের কাজ সমাপ্ত না হওয়ায় চলতি মাসের 8 তারিখ তাঁর হাত দিয়েই উদ্বোধন হয় ভবনটির ।

এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি একটি 1600 স্কোয়ার ফুটের শেড নির্মাণ করেছি ৷ বিদ্যালয় ভালোবেসে সেটিকে ভবনের মর্যাদা দিয়েছে । আর পুরুলিয়ার ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই ঘরটির নাম দেওয়া হয়েছে 'টুসু' ।" এই নির্মাণে তাঁর প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান তিনি । পুরুলিয়ার মান বাজার ব্লক এলাকার জনড়া গ্রামের বাসিন্দা ফটিকবাবু খুশি বাচ্চাদের জন্য এইটুকু করতে পেরে ।

আরও পড়ুন:স্বাধীনতার প্রাক্কালে দেশ বদলের অঙ্গীকার, 1000 পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংস্থা

বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক করুণাময় পাত্র বলেন, "বর্তমানে শিক্ষকতার মান বা পেশা সম্পর্কে জনমানসে একটা নেতিবাচক প্রভাব পড়েছে । ফটিকবাবুর এই কাজ দেখে মানুষের ধারণার কিছুটা হলেও বদল ঘটবে বলেই আমার মনে হয় ।"

2003 সালে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ফটিক চন্দ্র মাহাত । তার আগে তিনি চিপিদা জুনিয়র হাইস্কুলে সহ শিক্ষক ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details