পুরুলিয়া, 10 নভেম্বর:পরনে টি-শার্ট ও ট্র্যাক-প্যান্ট ৷ পায়ে হাওয়াই চটি ৷ এই পরেই প্রশাসনিক একটি বৈঠকে হাজির হয়েছিলেন এক পার্শ্ব শিক্ষক ৷ তাঁর ওই বেশভূষা দেখে তাঁকে বিডিও বের করে দিয়েছেন বলে অভিযোগ (BDO throws Teacher out)৷ গোটা ঘটনা জেলাশাসকে জানিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই পার্শ্ব শিক্ষক (BDO Action Against Teacher)৷ পুরুলিয়ার ঘটনা (Purulia News)৷
পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ব্লকের রাজেশ বন্দ্যোপাধ্যায় প্রতাপপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক ৷ তিনি আজ বলেন, "গত 7 তারিখ বুথ স্তরের অফিসারদের একটি ট্রেনিং থাকায় আমি ব্লকে গিয়েছিলাম ৷ আমার পরনে ছিল একটি টি-শার্ট, ট্র্যাকশুট প্যান্ট ও হাওয়াই চটি । বিএলও-দের প্রদেয় কিট যাতে উন্নত মানের দেওয়া হয়, সেই বিষয়ে আমি বিডিও-র দৃষ্টি আকর্ষণ করায় তিনি আমার পোশাক নিয়ে আমাকে কথা শোনান । বলেন, আমি যাতে ভালো কলার দেওয়া জামা ও ভালো পোশাক পরে এরপর থেকে আসি । আমি যেহেতু 9,226 টাকা মাইনে পাই, তাই ভালো পোশাকের ব্যয় বহন করা আমার পক্ষে সম্ভব নয় ৷ আমি বিডিও সাহেবকে সেটা জানালে তিনি আমাকে মিটিং ছেড়ে বেরিয়ে যেতে বলেন ৷"