পশ্চিমবঙ্গ

west bengal

স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকা আত্মসাৎ, অভিযুক্ত ব্যাঙ্ক কর্মচারী

By

Published : Feb 10, 2021, 10:46 PM IST

অভিযুক্ত ব্যাঙ্ক কর্মচারী লোকেশ কর্মকারকে আটক করেছে কাশীপুর থানার পুলিশ ।

Bank employee accused of stealing money to buy tabs for school student in purulia
Bank employee accused of stealing money to buy tabs for school student in purulia

পুরুলিয়া, 10 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য ট্যাব কেনার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল ব্যাঙ্ক কর্মচারীর বিরুদ্ধে । পুরুলিয়ার তালাজুড়ি শ্রীমতী উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর টাকা সরাসরি একাউন্ট থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷ ছাত্রছাত্রীরা স্থানীয় কাশিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায় । ঘটনায় অভিযুক্ত ব্য়াংক কর্মচারীকে আটক করেছে পুলিশ ৷

অভিযুক্ত ওই ব্যাঙ্ক কর্মচারীর নাম লোকেশ কর্মকার । ইন্দ্রাবিল গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সিএসপি পদে কর্মরত তিনি । অভিযোগ, ছাত্র-ছাত্রীরা টাকা তোলার জন্য গেলে টালবাহানা করেন ব্যাঙ্কের ওই কর্মচারী । অনলাইন ক্লাস করার সুবিধার্থে ট্যাব কেনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের 10 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইমতো জানুয়ারির শেষ সপ্তাহে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা ঢোকে । সেইমতো কাশীপুর থানা এলাকার তালাজুড়ি শ্রীমতী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা স্থানীয় ইন্দ্রাবিল গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক যায় টাকা তোলার জন্য । ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টের তথ্য ব্যাঙ্কের কর্মচারী লোকেশ কর্মকারের হাতে দেয় । 4 ফেব্রুয়ারি ব্যাংকে এসে টাকা নিয়ে যাওয়ার কথা বলা হয় ৷ অভিযোগ, ব্যাংকে গেলে টাকা দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করতে থাকে ওই ব্যক্তি ৷

আরও পড়ুন : তৃণমূল উপপ্রধানের শ্লীলতাহানিতে গ্রেপ্তার দলেরই নেতা

ফের 10 ফেব্রুয়ারি ব্যাঙ্কে আসার কথা বলা হয় । কিন্তু আজও ব্যাঙ্কে এসে ঘুরে যেতে হয় ছাত্রছাত্রীদের । টাকা না পেয়ে ওই ব্যাঙ্ক কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয় ৷ অভিযুক্ত লোকেশ কর্মকারকে আটক করা হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details