পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকা আত্মসাৎ, অভিযুক্ত ব্যাঙ্ক কর্মচারী - Bank employee accused of stealing money to buy tabs for school student

অভিযুক্ত ব্যাঙ্ক কর্মচারী লোকেশ কর্মকারকে আটক করেছে কাশীপুর থানার পুলিশ ।

Bank employee accused of stealing money to buy tabs for school student in purulia
Bank employee accused of stealing money to buy tabs for school student in purulia

By

Published : Feb 10, 2021, 10:46 PM IST

পুরুলিয়া, 10 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য ট্যাব কেনার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল ব্যাঙ্ক কর্মচারীর বিরুদ্ধে । পুরুলিয়ার তালাজুড়ি শ্রীমতী উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীর টাকা সরাসরি একাউন্ট থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷ ছাত্রছাত্রীরা স্থানীয় কাশিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায় । ঘটনায় অভিযুক্ত ব্য়াংক কর্মচারীকে আটক করেছে পুলিশ ৷

অভিযুক্ত ওই ব্যাঙ্ক কর্মচারীর নাম লোকেশ কর্মকার । ইন্দ্রাবিল গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের সিএসপি পদে কর্মরত তিনি । অভিযোগ, ছাত্র-ছাত্রীরা টাকা তোলার জন্য গেলে টালবাহানা করেন ব্যাঙ্কের ওই কর্মচারী । অনলাইন ক্লাস করার সুবিধার্থে ট্যাব কেনার জন্য দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের 10 হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেইমতো জানুয়ারির শেষ সপ্তাহে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10 হাজার টাকা ঢোকে । সেইমতো কাশীপুর থানা এলাকার তালাজুড়ি শ্রীমতী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা স্থানীয় ইন্দ্রাবিল গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক যায় টাকা তোলার জন্য । ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টের তথ্য ব্যাঙ্কের কর্মচারী লোকেশ কর্মকারের হাতে দেয় । 4 ফেব্রুয়ারি ব্যাংকে এসে টাকা নিয়ে যাওয়ার কথা বলা হয় ৷ অভিযোগ, ব্যাংকে গেলে টাকা দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করতে থাকে ওই ব্যক্তি ৷

আরও পড়ুন : তৃণমূল উপপ্রধানের শ্লীলতাহানিতে গ্রেপ্তার দলেরই নেতা

ফের 10 ফেব্রুয়ারি ব্যাঙ্কে আসার কথা বলা হয় । কিন্তু আজও ব্যাঙ্কে এসে ঘুরে যেতে হয় ছাত্রছাত্রীদের । টাকা না পেয়ে ওই ব্যাঙ্ক কর্মচারীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয় ৷ অভিযুক্ত লোকেশ কর্মকারকে আটক করা হয়েছে ।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details