পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্ময় গ্রেপ্তারির জের? সরলেন পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার - পিনাকী দত্ত অতিরিক্ত পুলিশ সুপার

পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্র শেখর বর্ধনের জায়গায় এলেন পিনাকী দত্ত ৷ এর আগে কার্সিয়াঙের SDPO পদে ছিলেন পিনাকী দত্ত ৷

সম্ময়

By

Published : Oct 24, 2019, 3:03 PM IST

Updated : Oct 24, 2019, 4:24 PM IST

কলকাতা, 24 অক্টোবর : পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধনকে সরিয়ে দিল নবান্ন । পাশাপাশি খড়দা থানার IC-কেও সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর । কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির ঘটনার জেরেই এই বদলি বলে প্রশাসনিক মহল মনে করছে ।

ওই কংগ্রেস নেতাকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে নির্যাতন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। রাজনীতিকদের পাশাপাশি বুদ্ধিজীবীরা ওই ঘটনার বিরুদ্ধে সরব হন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পুলিশের অতি সক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন বলে খবর । তার জেরে খড়দা থানার IC অনিমেষ সিংহকেও সরিয়ে দেওয়া হয় । একই সঙ্গে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছিল পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধেও । এবার তাই তাকেও সরিয়ে দেওয়া হল বলে অনুমান প্রশাসনিক মহলের।

পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্র শেখর বর্ধনের জায়গায় এলেন পিনাকী দত্ত ৷ এর আগে কার্সিয়াঙের SDPO পদে নিযুক্ত ছিলেন পিনাকী দত্ত ৷ অন্যদিকে চন্দ্রশেখর বর্ধনকে বদলি করা হল দেবগ্রামে ৷

Last Updated : Oct 24, 2019, 4:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details