আড়ষা (পুরুলিয়া), 22 জুন : কংসাবতী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে ক্ষতিগ্রস্ত আড়ষা-বেলডি ব্রিজ ৷ জীবনের ঝুঁকি নিয়েই চলছে ব্রিজ পারাপার ৷ রাজ্যে নিম্নচাপের বৃষ্টি চলছে ৷ বৃষ্টির জলে ও রাস্তার কাদায় নাজেহাল রাজ্যবাসী ৷ এরই মধ্যে নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি ৷ আর তাতেই বিপত্তি ৷
অবৈধ বালি উত্তোলনে গর্ত হয়ে গিয়েছে আড়ষা-বেলডি ব্রিজের নীচের স্তম্ভে ৷ অতি বৃষ্টিতে আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে এই ব্রিজ ৷ হাতে প্রাণ নিয়েই ব্রিজ পারাপার করছেন আড়ষা ব্লকের বাসিন্দারা ৷
অবৈধ বালি উত্তোলনে চরম দুরাবস্থা আড়ষা-বেলডি ব্রিজের আরও পড়ুন :শাসকদল পিএসি চেয়ারম্যান নিয়োগের নীতি মানে না, অভিযোগ বাম-কংগ্রেসের
আপাতত ব্রিজের উপর দিয়ে বন্ধ রাখা হয়েছে যান চলাচল ৷ স্থানীয় বাসিন্দা আকাশ মাহাতো বলেন, "আমরা যদি কেউ অসুস্থ হই তাহলে সড়ক পথে যে পুরুলিয়া জেলা হাসপাতালে যাব, তারও উপায় রইল না ৷ কংসাবতী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার জন্য আজ এই অবস্থা ৷"
এ ব্যাপারে আড়ষা ব্লকের বিডিও শঙ্খ ঘটক বলেন, "এটি যে শুধু আড়ষা সীমানায় পড়ছে তা নয় ৷ নদীর এক পাশে পুরুলিয়া মফঃস্বল থানা আর অন্য পাশে আড়ষা থানা ৷ তাই দুই থানার তরফ থেকেই ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে ৷ বাকি বিষয়টি জেলাপরিষদ দেখবে ৷"