পুরুলিয়া, 10 মে : পুরুলিয়ার হিজুলীতে দুর্ঘটনার কবলে অ্যান্টি ল্যান্ডমাইন। দুর্ঘটনায় আহত গাড়ির চালক সহ 16 জন পুলিশকর্মী। আহতদের নিয়ে যাওয় হয় পুরুলিয়া জেলা সদর হাসপাতালে। 11 জন হাসপালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল। 5 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুরুলিয়ায় দুর্ঘটনার কবলে অ্যান্টি ল্যান্ডমাইন কার, আহত 16 পুলিশ - police injured
পুরুলিয়ায় চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গিয়ে উলটে যায় অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি। জখম চালকসহ 16 জন রাজ্য পুলিশ কর্মী।
12ই মে পুরুলিয়া সহ রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মাওবাদী অধ্যুষীত অঞ্চলে নিরাপত্তা নিশ্ছিদ্র করার পরিকল্পনা সাজিয়েছে নির্বাচন কমিশন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের মাওবাদী উপদ্রুত অঞ্চলে তল্লাসিতে জোর দেওয়া হয়েছে। ল্যান্ড মাইন খুঁজতে ব্যাবহার করা হচ্ছে অ্যান্টি ল্যান্ড মাইন।
শুক্রবার তল্লাসীর কাজে বেরোনো অ্যান্টি ল্যান্ড মাইনের সামনের চাকা ফেটে গিয়ে উল্টে যায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত হিজুলী গ্রামে l