পুরুলিয়া, 9 সেপ্টেম্বর: সোনার দোকানের ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । গত 29 অগস্ট দুপুরে পুরুলিয়া শহরের একটি নামী গয়নার শো রুমে ডাকাতির ঘটনা ঘটে । শুক্রবার রাতে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার সুদামডি থেকে করণজিৎ সিং সিধু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুরুলিয়া জেলা পুলিশের সিট (বিশেষ তদন্তকারী দল) । তাঁর বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার চাষনালার কাছে পাথরডি থানা এলাকায় ।
এই ঘটনায় সহযোগী হিসাবে কাজ করা বিকাশ কুমারকে গত 5 সেপ্টেম্বর দিল্লির নয়ডা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ । তাঁর বাড়ি দিল্লিতেই । তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন । ধৃত করণজিৎ ও বিকাশ কুমারকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে ।
পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "ধৃত করণজিৎকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওই ডাকাতির ঘটনায় মোট সাতজন ছিল । তার মধ্যে করণজিৎ একজন । বাকি নামগুলো আমরা পেয়ে গিয়েছি । তাঁদের খোঁজে তল্লাশি চলছে ।’’ রানাঘাটের ডাকাতির সঙ্গে সরাসরি এই ঘটনার যোগ না থাকলেও দু’টি ঘটনার মাস্টারমাইন্ড একজনই বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার । এবং একটি সংশোধনাগারে বসে এই অপরাধের ছক কষা হয়েছিল বলেও তাঁর দাবি ৷