পুরুলিয়া, 12 মার্চ : সাত সকালে বাজারে সবজি নিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হলেন এক কৃষক (Allegations of Firing on A Farmer in Purulia) ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার রাধুর বাঁধ এলাকায় ৷ পুলিশ সূত্রে খবর, তুন্তুরী থেকে সুইসা যাচ্ছিলেন ওই কৃষক ৷ তখনই এই ঘটনাটি ঘটে ৷ আহত কৃষক কৃষ্ণচন্দ্র কুমারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, আজ সকালে সেরেংডি অঞ্চলের রথটার গ্রামের বাসিন্দা পেশায় কৃষক কৃষ্ণচন্দ্র কুমার (57), তাঁর চাষের সবজি বিক্রি করতে সুইসা নেতাজি সুভাষ মার্কেটে যাচ্ছিলেন । অভিযোগ, মাঝ রাস্তায় তুন্তুরী গ্রাম থেকে কিছুটা দূরে রাধুর বাঁধ এলাকায় হঠাৎ কেউ বা কারা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । আঁততায়ীর চালানো গুলি লাগে কৃষ্ণচন্দ্র কুমারের ঘাড়ের বাঁ দিকে ৷ খবর পেয়ে সুইসা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায় ৷ আহত কৃষ্ণচন্দ্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ৷