পুরুলিয়া, 25 সেপ্টেম্বর : অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিবাদ করায় পুরুলিয়ায় বালি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের ৷ পুরুলিয়ার কংসাবতী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন নিত্যদিনের বিষয় ৷ বর্ষায় বালি উত্তোলন বন্ধ রাখতে বলে কিছুদিন আগে পুরুলিয়া জেলা প্রশাসন নোটিস জারি করেছিল ৷ কিন্তু তবুও বন্ধ হয়নি বালি উত্তোলন ৷ প্রসাশনের নজর এড়িয়ে তা চলছিল বহাল তবিয়তে ৷
তাই বালি উত্তোলন বন্ধ করতে খোদ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কংসাবতী নদী তীরবর্তী কাটাবেড়া গ্রামের বাসিন্দারা ৷ ৪৬ জনের সই সম্বলিত এই চিঠি পুরুলিয়ার জেলাশাসক ও পুরুলিয়া ১-এর বিডিওর কাছেও পাঠানো হয়েছে ৷ এবিষয়ে জানতে চাওয়া হলে ওই গ্রামের বাসিন্দা মধুসূদন মাহাতো বলেন, " দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এখানে বেআইনি ভাবে বালি উত্তোলন হচ্ছে ৷ কোনও ভাবে তা বন্ধ হচ্ছে না ৷ তাই আমরা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি ৷ কারণ এই ভাবে বালি উত্তোলনের ফলে এই নদী থেকে জল সরবরাহের পাইপগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তা খারাপ হয়ে যাচ্ছ ৷ দুর্ঘটনাও ঘটছে ৷’’