পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Illegal sand mining : পাচার রোধে সরব হতেই পুরুলিয়ায় প্রতিবাদীকে হুমকি বালি মাফিয়াদের - বালি মাফিয়া

পুরুলিয়ায় অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিবাদ করায় স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বালি মাফিয়াদের বিরুদ্ধে ৷

Illegal sand mining
বালি পাচার রোধে সরব হতেই পুরুলিয়ায় প্রতিবাদীকে হুমকি বালি মাফিয়াদের

By

Published : Sep 25, 2021, 5:12 PM IST

পুরুলিয়া, 25 সেপ্টেম্বর : অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিবাদ করায় পুরুলিয়ায় বালি মাফিয়াদের হুমকির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের ৷ পুরুলিয়ার কংসাবতী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন নিত্যদিনের বিষয় ৷ বর্ষায় বালি উত্তোলন বন্ধ রাখতে বলে কিছুদিন আগে পুরুলিয়া জেলা প্রশাসন নোটিস জারি করেছিল ৷ কিন্তু তবুও বন্ধ হয়নি বালি উত্তোলন ৷ প্রসাশনের নজর এড়িয়ে তা চলছিল বহাল তবিয়তে ৷

তাই বালি উত্তোলন বন্ধ করতে খোদ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কংসাবতী নদী তীরবর্তী কাটাবেড়া গ্রামের বাসিন্দারা ৷ ৪৬ জনের সই সম্বলিত এই চিঠি পুরুলিয়ার জেলাশাসক ও পুরুলিয়া ১-এর বিডিওর কাছেও পাঠানো হয়েছে ৷ এবিষয়ে জানতে চাওয়া হলে ওই গ্রামের বাসিন্দা মধুসূদন মাহাতো বলেন, " দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এখানে বেআইনি ভাবে বালি উত্তোলন হচ্ছে ৷ কোনও ভাবে তা বন্ধ হচ্ছে না ৷ তাই আমরা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি ৷ কারণ এই ভাবে বালি উত্তোলনের ফলে এই নদী থেকে জল সরবরাহের পাইপগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তা খারাপ হয়ে যাচ্ছ ৷ দুর্ঘটনাও ঘটছে ৷’’

আরও পড়ুন :Kalchini BDO : বিডিও-র আবাসনে বন্দুক নিয়ে হামলা দুষ্কৃতীদের

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ অভিযান চালানো হয়েছে কংসাবতী নদী ঘাট এলাকায় ৷ আটক করা হয়েছে বালি বোঝাই তিনটি ট্রাক্টর ৷ অভিযোগ, এরপরই বালি কারবারের সঙ্গে যুক্ত এক ব্যক্তি এই বালি উত্তোলনের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা তথা যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাতোকে খুনের হুমকি দেয় ৷ এ বিষয়ে শনিবার মধুসূদনবাবু জেলা পুলিশ সুপার কাছে এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ জেলাশাসকের নিষেধাজ্ঞা উড়িয়ে কিভাবে এই বালি পাচার চলছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details