পুরুলিয়া, 28 অক্টোবর : রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নেওয়া পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আজ ধ্বংসের পথে । অভিযোগ, বন দফতরের জায়গা দখল করে, সবুজায়নকে ধ্বংস করে গড়ে উঠছে হোটেল-রিসর্ট । প্রশাসনকে অন্ধকারে রেখেই জঙ্গলের মধ্যে গড়ে উঠছে বিলাসবহুল রিসর্ট । ইকো ট্যুরিজমকে গুরুত্ব না দিয়ে পর্যটন আবাসের নামে দিন দিন কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে সুন্দরী অযোধ্যা পাহাড় । ধ্বংস হচ্ছে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য । পাহাড় দখল করে অবৈধ নির্মাণকাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন পাহাড়বাসীরা । এই খবর চাউর হতেই নড়েচড়ে বসেছে বন দফতর । তড়িঘড়ি অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অবৈধ নির্মাণকাজ । জমির মাপজোপ করে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে, বন দফতর সূত্রে খবর ।
পাহাড়বাসীর অভিযোগ, পাহাড়কে ধ্বংস করে সবুজ নষ্ট করে অবৈধভাবে হোটেল-রেস্তোরাঁ তৈরির কাজ হচ্ছে । এবিষয়ে পুলিশ-প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা । যদিও জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নির্মলকুমার রাউত জানান, বিষয়টি বন দফতর ও প্রশাসনকে জানানো হয়েছে । অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ।