পুরুলিয়া, 13 নভেম্বর : হাওড়া শিয়ালদহ সহ রাজ্যের একাধিক জায়গায় লোকাল ট্রেন চালু হলেও সেই তালিকায় নাম নেই জঙ্গলমহল পুরুলিয়ার । দক্ষিণ পূর্ব রেলের আদ্রা শাখায় পুরুলিয়ার উপর দিয়ে কোনও লোকাল ট্রেন না চলায় ক্ষোভ জমেছে পুরুলিয়াবাসীর মনে । পাশাপাশি কলকাতা-সহ বাঁকুড়া, দুর্গাপুর, জামশেদপুরের সঙ্গেও সরাসরি ট্রেন যোগাযোগ না থাকায় সমস্যায় পুরুলিয়াবাসী । কোরোনা পরিস্থিতিতে রাজ্যের রাজধানী কলকাতা থেকে একেবারেই বিচ্ছিন্নই হয়ে রয়েছে প্রান্তিক জেলা পুরুলিয়া । কর্মসূত্র, ব্যবসা বাণিজ্য থেকে উন্নত চিকিৎসা ব্যবস্থা সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । তাই লোকাল ট্রেন চালুর এবং কলকাতার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের দাবি তুলছেন পুরুলিয়ার মানুষ । রেল দপ্তর ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য প্রস্তুত থাকলেও রাজ্য সরকারের জঙ্গলমহলকে বঞ্চিত রেখেছেন বলে দাবি পুরুলিয়ায় সাংসদের ।
পুরুলিয়াবাসী নির্মল কেশরী, সুবিনয় ব্যানার্জীরা বলেন, "রাজ্যের অন্যান্য জায়গায় ট্রেন চলাচল শুরু হলেও বঞ্চিত রয়েছে জঙ্গলমহল পুরুলিয়া । এ বিষয়ে রাজনৈতিক রঙ না দেখে সকলকে আওয়াজ তোলা উচিত । পুরুলিয়ায় ট্রেন চলাচল শুরু না হওয়ায় আর্থসামাজিক অবস্থা চিকিৎসা ব্যবস্থা সবদিক থেকে পিছিয়ে পড়তে হচ্ছে । সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ । পাশাপাশি কলকাতার সঙ্গে প্রান্তিক পুরুলিয়া জেলা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে । ব্যবসার কাজে হোক আর চিকিৎসার জন্য হোক বাঁকুড়া, দুর্গাপুর, জামশেদপুরের সঙ্গে রেল যোগাযোগ না থাকায় সমস্যায় পড়ছেন মানুষ । অবিলম্বে পুরুলিয়ায় লোকাল ট্রেন চালু এবং কলকাতার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের ব্যবস্থা করা হোক ।"