পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ - পশ্চিমবঙ্গ শিক্ষক পদপ্রার্থী এসোসিয়েশন

আন্দোলনকারীদের অভিযোগ, 2016 সালের পর এতদিন পর্যন্ত নবম বা দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি । এদিকে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের সংখ্যা । এই অবস্থায় B.Ed. ডিগ্ৰি প্রাপ্ত যুবক-যুবতীদের দেওয়ালে পিঠ ঠেকেছে ।

demanding recruitment of teachers in classes IX to XII
demanding recruitment of teachers in classes IX to XII

By

Published : Sep 29, 2020, 5:28 PM IST

পুরুলিয়া, 29 সেপ্টেম্বর : SSC-র মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ-সহ সাত দফা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পশ্চিমবঙ্গ শিক্ষক পদপ্রার্থী এসোসিয়েশনের সদস্যদের । আজ পুরুলিয়া শহরের ভিক্টরিয়া স্কুল মোড় থেকে সাত দফা দাবি যুক্ত ব্যানার-পোস্টার হাতে নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরের বাইরে হাজির হন তাঁরা । সেখানে প্রায় ঘণ্টা খানেক অবস্থান বিক্ষোভের পর জেলাশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তাঁরা ।

আন্দোলনকারীদের অভিযোগ, 2016 সালের পর এতদিন পর্যন্ত নবম বা দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি । এদিকে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার যুবক-যুবতীদে সংখ্যা । এই অবস্থায় B.Ed. ডিগ্ৰিপ্রাপ্ত যুবক-যুবতীদের দেওয়ালে পিঠ ঠেকেছে ।

আন্দোলনকারীদের দাবি, 2020 সালের অক্টোবরের মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে । সমস্ত আপডেট শূন্যপদে নিয়োগ করতে হবে । নিয়োগ প্রক্রিয়া 2020 সালের ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে । দুর্নীতিমুক্ত করতে OMR-এর কার্বন কপি প্রার্থীদের দিতে হবে । প্রতি বছর SSC পরীক্ষার জন্য আদর্শ রূপরেখা প্রণয়ন করতে হবে । শুধুমাত্র বিষয়ের উপর ভিত্তি করে এবং MCQ পদ্ধতিতে পরীক্ষা নিতে হবে । এই সমস্ত দাবিদাওয়া পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details