পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি : জেলা পাটশিল্প প্রশিক্ষণ দপ্তরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলল সেখানে প্রশিক্ষণরত যুবকরা। গতকাল পুরুলিয়া শহরে প্রশিক্ষণ কেন্দ্র বন্ধের দাবিতে ওই যুবকরা দপ্তরের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।
প্রশিক্ষিত ওই যুবকদের অভিযোগ, "রাজ্যের বিভিন্ন জেলার জুটমিলগুলিতে দক্ষ শ্রমিকদের অভাব থাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে জুটমিলগুলির মালিকের সঙ্গে আলোচনা করে প্রশিক্ষিত যুবকদের কাজে নিযুক্ত করার চুক্তি করা হয়। তাই জেলার পাটশিল্পকে বাঁচানোর পাশাপাশি পাটশিল্পক্ষেত্রে চাকরির সুবিধার্থে বিগত অগাস্ট মাসে শ্রম দপ্তরের উদ্যোগে পুরুলিয়া শহরে দুলমি-নডিহাতে পাটশিল্পে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রকল্পের শুভ সূচনা করা হয়। যেখানে বলা হয়েছিল এমপ্লয়মেন্ট খাতে নাম নথিভুক্ত থাকা যুবকদের তিনমাসের প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ চলাকালীন ভাতাও দেওয়া হবে। প্রথম এক মাসে ১০০ টাকা করে, পরের মাসে ১৮০ টাকা করে এবং শেষ এক মাসে ২৫০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে দক্ষ যুবকদের চাকরির সুযোগ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। তাই সেই প্রতিশ্রুতি মেনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বেকার যুবকদের সঙ্গে সঙ্গে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত যুবকরা নিজেদের কাজ ছেড়ে এই প্রশিক্ষণ কেন্দ্রে নিজের নাম নথিভুক্ত করান।"