পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia Municipality Agitation : বৃষ্টিতে ভেঙেছে বাড়ি, ত্রিপলের দাবিতে পৌরসভায় বিক্ষোভ

ত্রিপলের দাবিতে পুরুলিয়া পৌরসভায় বিক্ষোভ ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ার পরও সাহায্য করেনি পৌরসভা ৷ বারবার আবেদন করেও মেলেনি ত্রিপল ৷ অথচ রাতের অন্ধকারে রাজনৈতিক দল দেখে ত্রিপল বিলি করা হচ্ছে ৷ এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা ৷

agitation at purulia municipality in demand of polythene sheet
Purulia Municipality Agitation : বৃষ্টিতে ভেঙেছে বাড়ি, ত্রিপলের দাবিতে পৌরসভায় বিক্ষোভ ভুক্তভোগীদের

By

Published : Oct 1, 2021, 5:59 PM IST

পুরুলিয়া, 1 অক্টোবর : টানা বৃষ্টিতে অসহায় পুরুলিয়া শহরের নিম্নবিত্ত পরিবারগুলি ৷ বৃষ্টিতে ভেঙে পড়েছে বাসস্থান ৷ মাথা বাঁচাতে ত্রিপলের দাবি জানিয়েও মিলছে না ৷ আর তাই পুরুলিয়া পৌরসভায় ত্রিপলের দাবিতে বিক্ষোভ দেখালেন ভুক্তভোগীরা ৷ তাঁদের অভিযোগ, টানা বৃষ্টিতে চরম ক্ষতি হয়েছে ৷ ভেঙে পড়েছে মাটির তৈরি কাঁচা বাড়ি ৷ অথচ, প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এই অবস্থায় কোথায় যাবেন তাঁরা ? সেই কারণেই পৌর কর্তৃপক্ষের কাছে ত্রিপল বিলির দাবি তুলেছিলেন দুর্গতরা ৷ কিন্তু পৌর প্রশাসন তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ ৷

আরও পড়ুন :waterlogged in Barasat : সাতদিনেও নামেনি জল, বিক্ষোভ

শুক্রবার পুরুলিয়া পৌরসভায় এসে বিক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা ৷ তাঁদের অভিযোগ, পৌরসভার কাছে যে ত্রিপল নেই, তা নয় ৷ কিন্তু সেই ত্রিপল রাতের অন্ধকারে লোপাট হয়ে যাচ্ছে ৷ যাঁদের ত্রিপল বিলি করা হচ্ছে, তাঁদের কারও তা দরকার নেই ৷ কিন্তু, পৌর কর্তৃপক্ষ রাজনৈতিক পরিচয় দেখে ত্রিপল বিলি করছে ৷ ফলে যাঁদের প্রকৃতই ত্রিপল পাওয়া উচিত, তাঁরা বঞ্চিত হচ্ছেন ৷ একই সুর শোনা গিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের গলাতেও ৷

আরও পড়ুন :Agitation at Jhargram : বন্ধ উপস্বাস্থ্যকেন্দ্র অবিলম্বে খোলার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুরুলিয়া পৌরসভা ৷ এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালিকে প্রশ্ন করা হলে তিনি জানান, যাঁরা ত্রিপল পাওয়ার যোগ্য, তাঁদেরই ত্রিপল দেওয়া হচ্ছে ৷ কিন্তু, কিছু মানুষ পরিস্থিতির সুযোগ নিয়ে অন্যায়ভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন ৷ তাই যাঁরাই ত্রিপল পাওয়ার জন্য দাবি জানিয়েছেন, তাঁদের বাড়ির ছবি-সহ সংশ্লিষ্ট সমস্ত নথি ও প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে ৷ দুঃস্থরা সকলেই ত্রিপল পাবেন ৷ পাশাপাশি, পুরুলিয়া শহরের বিপজ্জনক বাড়িগুলিকে চিহ্নিত প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details