কলকাতা 15 নভেম্বর: ফের ঝালদা পৌরসভা সংক্রান্ত মামলা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। কাউন্সিলরকে পাঠানো এসডিও-র চিঠিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করার আবেদন । এই আবেদন করেন আইনজীবী কৌস্তভ বাগচী । মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা ।
ঝালদা পৌরসভার (Jhalda Municipality) 3 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়ের পদ খারিজের আবেদন জানিয়ে এসডিও-কে চিঠি দেয় চেয়ারম্যান । পরবর্তীকালে এসডিও চিঠি মারফত জবাব তলব করে শীলার কাছে । কাউন্সিলরকে পাঠানো এসডিও-র চিঠিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়েরের আবেদন করা হয় । আগামিকাল শুনানির সম্ভাবনা রয়েছে ।