পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বস্তির বৃষ্টি পুরুলিয়ায় - lightening

কয়েকদিন তীব্র গরমের পর আজ বিকেলে বৃষ্টি হল পুরুলিয়ায় ৷ জেলাজুড়ে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ঝড়-বৃষ্টি ৷ কোথাও কোথাও শিলাবৃষ্টিরও খবর পাওয়া যায় ৷

স্বস্তির বৃষ্টি পুরুলিয়ায়
স্বস্তির বৃষ্টি পুরুলিয়ায়

By

Published : Apr 8, 2020, 9:44 PM IST

পুরুলিয়া, 8 এপ্রিল : তীব্র গরমের দাপট থেকে অবশেষে রেহাই মিলল ৷ বিকেল থেকেই জেলাজুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি ৷ সঙ্গে চলে বজ্রপাতও ৷ প্রায় দেড় ঘণ্টা ধরে বৃষ্টি হয় ৷ পুরুলিয়া শহর, ঝালদা, রঘুনাথপুর, মানবাজার-সহ বেশ কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে ৷

বিগত কয়েকদিন ধরে তীব্র গরমের দাপটে অস্থির হয়ে উঠেছিল পুরুলিয়াবাসী ৷ যদিও লকডাউনের ফলে এমনিতেই বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাচ্ছেন না কেউ ৷ কিন্তু, বাড়ির ভিতরেও তীব্র গরম অনুভূত হচ্ছিল কয়েকদিন ধরে ৷ পুরুলিয়া শহরের হাটবাজারও সকাল 11 টার মধ্যেই একেবারে ফাঁকা হয়ে যেত ৷

প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বৃষ্টিপাত

অবশেষে স্বস্তির বৃষ্টি পেল পুরুলিয়াবাসী ৷ বিকেল থেকেই ঘনিয়ে আসে কালো মেঘ ৷ জেলা জুড়ে শুরু হয় ঝড়-বৃষ্টি ৷ বজ্রপাত হলেও কোনও প্রাণহানির খবর নেই ৷ জেলাজুড়ে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে ঝড়-বৃষ্টি ৷

ABOUT THE AUTHOR

...view details