পুরুলিয়া, 4 ডিসেম্বর: দিনের পর দিন অনলাইন গেম খেলতেন রেলকর্মী ৷ তার জেরে বাজারে প্রায় 15 লক্ষ টাকা ধার হয়ে যায় ৷ এই বিপুল পরিমাণ ধার শোধ করার চিন্তায় মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন পুরুলিয়ার আদ্রার বাসিন্দা ওই রেলকর্মী অমরচন্দ্র মোদক (35)৷
তাঁর স্ত্রী জবা মোদকের কথায় জানা গিয়েছে, প্রথমে পাঁচ বছরের মেয়ে অঙ্কিতাকে শ্বাসরোধ করে খুন করেন অমরবাবু ৷ একইসঙ্গে বছর 28-এর স্ত্রী জবা মোদককে ঘুমের ওষুধ জাতীয় কিছু খাইয়ে খুনের চেষ্টা করেন ৷ যদিও জবা আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লে মারা গিয়েছে ভেবে মেয়েকে খুন করে আত্মহত্যা করেন ওই রেলকর্মী (After Killing Daughter Rail Worker Suicide Due to 15 Lakhs Loan by Playing Online Games)।