25 বছর পর আজ দোষীদের সাজা ঘোষণায় নিহতের স্ত্রী ও প্রতিবেশীর প্রতিক্রিয়া পুরুলিয়া, 20 ফেব্রুয়ারি: অবশেষে পুরুলিয়ার প্রথম সিবিআই তদন্তের নিষ্পত্তি হতে চলেছে আজ সোমবার । 1998 সালে পুলিশের নির্মম মারে মৃত্যু হয়েছিল বুধন শবরের (Budhan Shabar)। এই মামলায় দোষী সাব্যস্ত করা হয় বরাবাজার থানার (Barabazar Police Station) তৎকালীন ওসি অশোক রায়কে । আজ তাঁর সাজা ঘোষণা হতে চলেছে পুরুলিয়া জেলা আদালতে (Purulia News)। এই খবর শুনেই কান্নায় ভেঙে পড়লেন নিহত বুধন শবরের স্ত্রী শ্যামলী শবর । তবে সিবিআই তদন্তে এবং আদলতের বিচারে খুশি নিহত বুধন শবরের পরিবার থেকে গ্রামবাসী সকলেই ।
1998 সালের 10 ফেব্রুয়ারি ৷ চুরির অভিযোগে তৎকালীন কেন্দা থানার অধীনে অকরবাইদ গ্রামের বাসিন্দা বুধন শবরকে আটক করে বরাবাজার থানার পুলিশ । 12 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত তাঁকে লকআপে রেখে মারধর চালায় পুলিশ । সেদিনই পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক বুধনকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । এরপর 16 ফেব্রুয়ারি পুনরায় আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন । তারপরের দিন অর্থাৎ 17 ফেব্রুয়ারি পুরুলিয়া জেলা সংশোধনাগার থেকে বুধন শবরের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।
আরও পড়ুন :নাবালককে ধর্ষণ, 20 বছরের সাজা ঘোষণা কার্শিয়াং পকসো আদালতের
এই ঘটনায় জেল কর্তৃপক্ষ জানায়, বুধন আত্মহত্যা করেছে । কিন্তু পরিবারের লোকজন অভিযোগ করে পুলিশের বেদম মারেই মৃত্যু হয়েছে বুধনের । এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ শবর খেড়িয়া কল্যাণ সমিতির সভাপতি মহাশ্বেতা দেবী কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন । এই ঘটনায় কলকাতা উচ্চ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় । এটিই ছিল পুরুলিয়া জেলার প্রথম সিবিআই তদন্ত । 2001 সালের 19 ফেব্রুয়ারি তৎকালীন বরাবাজার থানার ওসি অশোক রায় ও তৎকালীন এএসআই অজয় সেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই । এই মামলায় মোট 89 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় । তাতে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী, পুরুলিয়া জেলা সংশোধনাগারের বেশ কয়েকজন আধিকারিক, জেল কর্মী ও পুলিশ ছিলেন । দীর্ঘ 25 বছর ধরে সেই মামলা চলতে থাকে ।
চলতি বছরের 17 ফেব্রুয়ারি শুক্রবার পুরুলিয়া জেলা আদালতের ফার্স্ট ট্রাকের দ্বিতীয় আদালত বরাবাজার থানার তৎকালীন ওসি অশোক রায়কে দোষী সাব্যস্ত করেন এবং প্রমাণের অভাবে তৎকালীন এএসআই অজয় সেনকে বেকসুর খালাস করেন । আজ সোমবার পুরুলিয়া জেলা আদালতে সাজা ঘোষণা হতে চলেছে এই মামলার ।
আরও পড়ুন : 17 বছর পর অ্যাসিড হামলার রায়, জেল ও জরিমানা 4 অভিযুক্তের