পুরুলিয়া, 21 ডিসেম্বর: 13 বছর পর খুলল মাওবাদী আতঙ্কে (Maoist Issue) বন্ধ হয়ে যাওয়া বন দফতরের বিট অফিস (After 13 Years Khamar Forest Beat Office Reopen) ৷ আজ পুরুলিয়া জেলার ঝালদা বনাঞ্চলের খামার গ্রামের বিট অফিস ফের খোলা হয়েছে ৷ সেই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাউথ-ওয়েস্ট সার্কেলের মুখ্য বনপাল মানসরঞ্জন ভট্ট, ডিএফও পুরুলিয়া দেবাশিস শর্মা-সহ অন্যান্যরা ৷ এই বিট অফিস চালু হওয়ায় এবার পুরুলিয়ার জঙ্গল রক্ষা এবং সেখানকার বন্যপ্রাণীদের রক্ষার কাজ আরও ভালোভাবে করা যাবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা ৷
এ নিয়ে সাউথ-ওয়েস্ট সার্কেলের মুখ্য বনপাল মানসরঞ্জন ভট্ট বলেন, ‘‘2009 সাল থেকে বন্ধ থাকার পর পুনরায় এই অফিস চালু করতে পেরে আমরা খুশি ৷ জঙ্গলে অপরাধ ঠেকাতে সাধারণ মানুষের সঙ্গে সামঞ্জস্য রেখে বন দফতরের কাজ করতে আরও সুবিধা হবে ৷’’ ডিএফও পুরুলিয়া দেবাশিস শর্মা বলেন, ‘একজন বিট অফিসার এবং 2 জন সহকারী অফিসার-সহ মোট 8 জন কর্মী নিয়োগ করা হয়েছে ঝালদা বনাঞ্চলের খামার বিট অফিস অফিসে ৷ এদের নিয়েই আপাতত কাজ শুরু করা হচ্ছে ৷ এর ফলে জঙ্গলে বন্যপ্রাণীর কারণে কোনও সমস্যা হলে সাধারণ মানুষকে আর দূরে গিয়ে অভিযোগ জানাতে হবে না ৷ এখানে অভিযোগ জানালে, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে ৷ পাশাপাশি, জঙ্গলে নজরদারিতেও আরও সুবিধে হবে ৷’’