পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ার 9টি থানায় আধিকারিক বদল

সম্প্রতি পুরুলিয়ার পুলিশ সুপার পদে বদল করা হয়৷ নতুন পুলিশ সুপার হন বিশ্বজিৎ মাহাতো৷ আর এবার জেলা পুলিশের ন’টি থানার পুলিশ আধিকারিককে বদলি করা হল৷

wb_prl_01_police_change_7204369
পুরুলিয়ার নয় থানায় আধিকারিক বদল

By

Published : Feb 7, 2021, 2:19 PM IST

পুরুলিয়া, 7 ফেব্রুয়ারি: একুশের নির্বাচনের আগে ফের পুরুলিয়া জেলা পুলিশে রদবদল৷ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকের পর এবার জেলার ন’টি থানার পুলিশ আধিকারিকদের বদল করা হল৷

সদ্য বদলি হয়ে এসেছেন পুরুলিয়ার পুলিশ সুপার। জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ মাহাতো। এর আগে তিনি ডিসি ওয়েস্ট জোন হিসাবে আসালসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে নিযুক্ত ছিলেন৷ এই বদলির পরই এবার জেলা পুলিশের ন’টি থানার পুলিশ আধিকারিককে বদলি করা হল৷

আরও পড়ুন :হুমায়ুন কবীরের ইস্তফার পর চন্দননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা

টামনা থানার ওসি বাপন মণ্ডলকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল বাগলতা থানার আইসি ইনচার্জ হিসেবে। আড়শা থানার ওসি দীপঙ্কর সরকারকে বদলি করে মানবাজার থানার ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হল । বান্দোয়ান থানার ওসি রানা ভগৎকে দায়িত্ব দেওয়া হল টামনা থানার ওসি হিসাবে । বাগলতা থানার আইসি ইনচার্জ তারাপদ মণ্ডলকে সরানো হল রঘুনাথপুর থানায়। নিতুরিয়া থানার ওসি অনুপ ঘোষ বান্দোয়ান থানার ওসির দায়িত্ব পেলেন । মানবাজার থানার ওসি পার্থকুমার ভুইয়াঁকে সরিয়ে আড়শা থানার ওসি হিসাবে নিযুক্ত করা হল। কৌশিক বন্দ্য়োপাধ্য়ায়কে বোরো থানার ওসির পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল নিতুরিয়া থানার ওসি হিসাবে। ডিআইবি সুদীপ হাজরাকে পাঠানো হল বোরো থানার ওসির পদে৷ রঘুনাথপুর থানা থেকে ইন্দ্রজিৎ সরকারকে বদলি করে মানবাজার থানার এসআইয়ের দায়িত্ব দেওয়া হল৷

ABOUT THE AUTHOR

...view details