পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়াতে 'আবাস প্লাস' যোজনার তালিকায় ধনী ব্যক্তিদের নাম, কাঠগড়ায় তৃণমূল - PURULIA

পুরুলিয়া জেলায় 'আবাস প্লাস' নামে একটি তালিকা প্রকাশ করা হয়েছে । এই প্রকল্পে বাড়ি পাওয়ার কথা দরিদ্রের । কিন্তু জেলার অধিকাংশ ব্লকের তালিকাতেই দেখা যাচ্ছে, যাঁরা অবস্থাপন্ন এমনকি যাঁদের বাড়ি-গাড়ি রয়েছে, তাঁদের নাম রয়েছে এই তালিকায় । ঘটনায় কাঠগড়ায় তৃণমূল ৷

purulia
পুরুলিয়াতে 'আবাস প্লাস' যোজনার তালিকায় ধনী ব্যক্তিদের নাম

By

Published : Jul 4, 2021, 10:22 PM IST

পুরুলিয়া, 2 জুলাই: সদ্য পুরুলিয়া জেলাজুড়ে একটি তালিকা প্রকাশ হয়েছে 'আবাস প্লাস' প্রকল্পে । যাঁরা আগে সরকারি সাহায্য পেয়ে বাড়ি তৈরি করতে পারেননি, এই তালিকা অনুযায়ী তাঁরা বাড়ি পাবেন । এই বাড়ি পাওয়া নিয়ে পুরুলিয়া জেলা এখন সরগরম । জেলার অধিকাংশ ব্লকের তালিকাতেই দেখা যাচ্ছে যাঁরা অবস্থাপন্ন, এমনকি যাঁদের গগনচুম্বী বাড়ি-গাড়ি রয়েছে তাঁদের নাম রয়েছে এই তালিকায় । এতেও শেষ নয়, যারা পূর্বে বাড়ি পেয়েছেন তাঁদের পরিবারের অন্য সদস্যরা এই তালিকায় রয়েছেন । এই বিষয়ে ইতিমধ্যেই পুরুলিয়া 1 নম্বর ব্লকে বিক্ষোভ দেখিয়েছেন সোনাইঝুড়ি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ।

ডেপুটেশন জমা পড়েছে নেতুড়িয়া,বান্দোয়ান ব্লকে । ঝামেলা হয়েছে হুড়া ব্লকেও । এই বিষয়ে পুরুলিয়া জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, "তালিকায় গরমিল থাকলে সেগুলি বিডিওদের দেখতে বলা হয়েছে । যদি অযোগ্য কারও নাম থাকে সেগুলি বাদ যাবে । যোগ্য ব্যক্তিরাই বাড়ি পাবেন । " এই বিষয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জোতির্ময় সিং মাহাতো বলেন, "এই সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না । শুধুমাত্র তৃণমূল কর্মীদের নাম আছে এই তালিকায় । কিন্তু সরকারি পরিষেবা প্রদানের সময় রাজনীতি করা উচিৎ নয় । এই সরকারের সবেতেই দুর্নীতি সে টেট পরীক্ষা হোক বা ভ্যাকসিন দেওয়া ।"

আরও পড়ুন: বিবাহিত মহিলাদের অ্যাকাউন্টে রূপশ্রী প্রকল্পের টাকা, দুর্নীতির অভিযোগ মালদায়

এর আগেও রাজ্যে একাধিক ঘটনাতে দুর্নীতির অভিযোগ উঠেছে । আমফানের ত্রাণ বন্টন, ভ্যাকসিন সহ বেশ কয়েকটি বিষয়ে । অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, সরকারি সমস্ত সুবিধা পেয়েছেন শাসকদলের লোকেরাই । পুরুলিয়ার এই ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করল । তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, তৃণমূল বা ধনী ব্যক্তিরা নন, প্রকৃত দরিদ্ররাই সরকারি প্রকল্পে বাড়ি পাবেন ।

ABOUT THE AUTHOR

...view details