পুরুলিয়া, 2 জুলাই: সদ্য পুরুলিয়া জেলাজুড়ে একটি তালিকা প্রকাশ হয়েছে 'আবাস প্লাস' প্রকল্পে । যাঁরা আগে সরকারি সাহায্য পেয়ে বাড়ি তৈরি করতে পারেননি, এই তালিকা অনুযায়ী তাঁরা বাড়ি পাবেন । এই বাড়ি পাওয়া নিয়ে পুরুলিয়া জেলা এখন সরগরম । জেলার অধিকাংশ ব্লকের তালিকাতেই দেখা যাচ্ছে যাঁরা অবস্থাপন্ন, এমনকি যাঁদের গগনচুম্বী বাড়ি-গাড়ি রয়েছে তাঁদের নাম রয়েছে এই তালিকায় । এতেও শেষ নয়, যারা পূর্বে বাড়ি পেয়েছেন তাঁদের পরিবারের অন্য সদস্যরা এই তালিকায় রয়েছেন । এই বিষয়ে ইতিমধ্যেই পুরুলিয়া 1 নম্বর ব্লকে বিক্ষোভ দেখিয়েছেন সোনাইঝুড়ি পঞ্চায়েত এলাকার বাসিন্দারা ।
ডেপুটেশন জমা পড়েছে নেতুড়িয়া,বান্দোয়ান ব্লকে । ঝামেলা হয়েছে হুড়া ব্লকেও । এই বিষয়ে পুরুলিয়া জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, "তালিকায় গরমিল থাকলে সেগুলি বিডিওদের দেখতে বলা হয়েছে । যদি অযোগ্য কারও নাম থাকে সেগুলি বাদ যাবে । যোগ্য ব্যক্তিরাই বাড়ি পাবেন । " এই বিষয়ে পুরুলিয়ার বিজেপি সাংসদ জোতির্ময় সিং মাহাতো বলেন, "এই সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না । শুধুমাত্র তৃণমূল কর্মীদের নাম আছে এই তালিকায় । কিন্তু সরকারি পরিষেবা প্রদানের সময় রাজনীতি করা উচিৎ নয় । এই সরকারের সবেতেই দুর্নীতি সে টেট পরীক্ষা হোক বা ভ্যাকসিন দেওয়া ।"