পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NASA যাচ্ছে পুরুলিয়ার ছাত্রী - Purulia

অভিনন্দা আগামীদিনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় ৷ এছাড়া দেশের জন্য কিছু করার স্বপ্নও রয়েছে তার ৷ প্রিয় বিষয় পদার্থবিদ্যা ৷

NASA যাচ্ছে পুরুলিয়ার ছাত্রী

By

Published : Aug 17, 2019, 10:17 PM IST

Updated : Aug 20, 2019, 2:17 PM IST

পুরুলিয়া, 17 অগাস্ট : 18 লাখ পড়ুয়াকে পিছনে ফেলে দেশের একমাত্র ছাত্রী হিসেবে NASA যাওয়ার সুযোগ পেলেন পুরুলিয়ার অভিনন্দা ঘোষ ৷ এছাড়া রাজস্থানের কোটার এক ছাত্রও এই ডাক পেয়েছে ৷ ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডের একটি প্রতিযোগিতায় বিজয়ী হয় পুরুলিয়ার অভিনন্দা ৷ সেই সুবাদেই ওই সংস্থা NASA নিয়ে যাচ্ছে অভিনন্দা ৷

পরিবারের সঙ্গে অভনন্দা

অভিনন্দা একটি ইংরাজি মাধ্যম স্কুলের ক্লাস নাইনের ছাত্রী ৷ বাবা-মা দু'জনেই শিক্ষক ৷ ক্লাস ফোর থেকে সে ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডের প্রতিযোগিতায় সাফল্য পেয়ে আসছে ৷ ফি বছর এই সংস্থার তৃতীয় স্তরের প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পায় অভিনন্দা ৷ 15 অগাস্ট এই প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয় ৷ অভিনন্দা আগামীদিনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় ৷ এছাড়া দেশের জন্য কিছু করার স্বপ্নও রয়েছে তার ৷ প্রিয় বিষয় পদার্থবিদ্যা ৷ নৃত্যের তালিমও নেয় সে ৷ তার এই সাফল্যের পিছনে বাবা-মা ও দিদা ছাড়াও স্কুল শিক্ষক সন্দীপচন্দ্র দাসের অবদানের কথা জানিয়েছে অভিনন্দা ৷

দেখুন ভিডিয়োয়

অভিনন্দার মা সুস্মিতা রায়চৌধুরি বলেন, "মেয়ের সাফল্যে আমরা গর্বিত৷ ছোটো থেকেই অভিনন্দা খুবই পরিশ্রমী ৷ ভবিষ্যতে সে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় ৷ আমরা তার স্বপ্নপূরণে সবরকম চেষ্টা চালিয়ে যাব ৷"

আগামীদিনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়তে চায় অভিনন্দা
Last Updated : Aug 20, 2019, 2:17 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details