পুরুলিয়া, 15 মার্চ:ক্লাস চলছে রুম ছাড়াই । তাও আবার এসআই অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে ৷ এমনই ঘটনা পুরুলিয়ার ঝালদা 3 নম্বর চক্রের স্টেশনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে (Purulia News)। এখানে 6 জন পড়ুয়া নিয়ে স্কুলের ক্লাস চলে একটি কমিউনিটি হলের বারান্দায় (Purulia School Problem)। যেখানে অবাধ যাতায়াত ছেলে থেকে বুড়ো সকলের ।
আশ্চর্যের বিষয় যে বারান্দায় স্কুলের পঠনপাঠন ওইভাবে চলছে তার সামনেই ঝালদা 3 ও 1 নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস । স্টেশনপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে পড়ুয়ার সংখ্যা 6 ও শিক্ষক-শিক্ষিকার সংখ্যা 2 । এত কম ছাত্র-ছাত্রী নিয়ে এই অবস্থায় স্কুল চলছে কেন ? জিজ্ঞাসা করা হলে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামলেন্দু ভট্টাচার্য বলেন, "আমি যখন 2014 সালে এই স্কুলে যোগদান করি তখন এটি একটি ক্লাবে চলত ৷ তারপর ক্লাব ঘর ভেঙে দেওয়ায় এখন বারান্দায় চলছে । আর যেহেতু বিদ্যালয়ের নিজস্ব কোনও ভবন নেই তাই হয়ত অভিভাবকরা এখানে ছেলেমেয়েদের ভর্তি করতে চান না ।"