পুরুলিয়া, 26 জুলাই : উদ্বেগজনক COVID পরিস্থিতিতে পুরুলিয়া শহর ও আদ্রা রেল শহরে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা লকডাউন জারি করল পুরুলিয়া জেলা প্রশাসন । আজ জেলাশাসকের কার্যালয়ে একটি বিশেষ প্রশাসনিক বৈঠকের মাধ্যমে এই নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন । পুরুলিয়া শহর ও আদ্রা রেল শহর এলাকায় কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে । তাই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ।
সোমবার থেকে 4 দিনের লকডাউন পুরুলিয়ায় - পুরুলিয়ায় 4 দিনের লকডাউন
জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 42টি । এর মধ্যে পুরুলিয়া শহরেই রয়েছে 10টি এবং আদ্রা রেল শহর এলাকায় রয়েছে 6টি কনটেনমেন্ট জ়োন ।
জেলা প্রশাসন সূত্রে খবর, পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা 166 । তবে আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 114 জন । বাকি 52 জন চিকিৎসাধীন । জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 42টি । এর মধ্যে পুরুলিয়া শহরেই রয়েছে 10টি এবং আদ্রা রেল শহর এলাকায় রয়েছে 6টি কনটেনমেন্ট জ়োন । তাই গোটা পুরুলিয়া শহর ও আদ্রা রেলশহর এলাকায় কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার থেকে টানা চারদিন লকডাউনের নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন ।
জেলাশাসক রাহুল মজুমদার জানান, সোমবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত চলবে এই লকডাউন । এর আওতায় থাকবে সম্পূর্ণ পুরুলিয়া পৌরসভা এলাকা এবং আদ্রা শহর এলাকা ।