পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শাশুড়ির সঙ্গে বচসা, দুই শিশুকন্যাকে নিয়ে কুয়োতে ঝাঁপ মহিলার - Suicide Attempt

মোবাইল ফোনে সিনেমা দেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বচসা ৷ আর তার জেরে দুই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে কুয়োয় ঝাঁপ এক মহিলার ৷ পুরুলিয়ার চাকরা গ্রামের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে ৷ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শীতলা মাহাত নামে ওই মহিলা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

A Lady jump to a well with her 2 girl child in Purulia while two childs are dead
শাশুড়ির সঙ্গে বচসা, দুই শিশুকন্যাকে নিয়ে কুয়োতে ঝাঁপ মহিলার, মৃত 2 শিশু

By

Published : Jul 21, 2021, 12:02 PM IST

পুরুলিয়া, 21 জুলাই : দুই শিশুকন্যাকে শাড়ির সঙ্গে বেঁধে কুয়োতে ঝাঁপ দিলেন এক মহিলা ৷ ঘটনায় দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় শীতলা মাহাত নামে ওই মহিলা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানা এলাকার চাকরা গ্রামে ৷ মহিলার পরিবারের দাবি, মোবাইল ফোনে সিনেমা দেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বচসা হয় শীতলা মাহাতর ৷ তার জেরেই নাকি তিনি দুই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ৷

পুলিশকে দেওয়া বয়না শীতলা মাহাতর পরিবারের তরফে জানানো হয়েছে, মোবাইল ফোনে সিনেমা দেখছিলেন তিনি ৷ সেই সময় তাঁর 3 ও 5 বছরের দুই শিশুকন্যা পাশে বসে কাঁদছিল ৷ তা দেখে শীতলাদেবীর শাশুড়ি দুই শিশুকে শান্ত করাতে বলেন ৷ যে ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা হয় ৷ আর তার পরই নাকি দুই শিশুকন্যাকে কাপড়ের সঙ্গে বেঁধে নিয়ে কুয়োতে ঝাঁপ দেন শীতলা মাহাত ৷ প্রতিবেশীদের সাহায্যে দুই শিশু এবং শীতলা মাহাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই দুই শিশুকন্যাকে মৃত ঘোষণা করা হয় ৷

শীতলা মাহাত পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁর স্বামী লক্ষ্মণ মাহাতর বক্তব্য, ঘটনার সময় তিনি কাজে গিয়েছিলেন ৷ তিনি দিনমজুরির কাজ করেন ৷ পরে ফোনে এই ঘটনার খবর পেয়ে, তিনি সরাসরি হাসপাতালে যান ৷ যদিও পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ শীতলা মাহাতর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর বয়ান নেওয়া হতে পারে ৷

তবে, মোবাইলে সিনেমা দেখা নিয়ে কথা কাটাকাটি ৷ আর থেকে দুই শিশুকন্যাকে নিয়ে আত্মহত্যার চেষ্টার দাবি পুলিশকে ভাবাচ্ছে ৷ তাই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ প্রয়োজনে শীতলা মাহাতর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে ৷ মৃত দুই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details