পুরুলিয়া, 7 ফেব্রুয়ারি : আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। ধৃত ওই দুষ্কৃতীর নাম মনোজ স্বর্ণকার। তার বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর থানার বেলডাঙা গ্রামে। আজ ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ওই অভিযুক্তকে 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন ।
রঘুনাথপুরে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার দুষ্কৃতী - raghunathpur
পুরুলিয়ার রঘুনাথপুরে আগ্নেয়াস্ত্র সহ 1 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ শনিবার রাতে রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে তল্লাশির সময় একচি বাইককে আটক করে পুলিশ ৷ ওই বাইকের কাগজপত্র দেখাতে পারেনি বাইক আরোহী ৷ এরপরেই বাইকে তল্লাশি চালালে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷
আরও পড়ুন : পুরুলিয়ায় পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার নাবালকের দেহ
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কে চিনপিনা রেলগেটের কাছে রঘুনাথপুর থানার পুলিশ তল্লাশি চালাচ্ছিল । সেই সময় মোটর বাইকে করে আসা ওই দুষ্কৃতীতে আটকে তার বাইকের কাগজপত্র দেখতে চাইলে, সে কোনো কাগজপত্র দেখাতে পারে না ৷ তারপরেই পুলিশ ওই বাইকের ডিকি খুলে তল্লাশি চালায় । সেই সময়ই ডিকির ভিতর থেকে একটি গুলি ভরতি অবস্থায় দেশি বন্দুক উদ্ধার করে পুলিশ । সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র ও বাইক সহ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । পরে মনোজ স্বর্ণাকর নামে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । আজ তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।