পুরুলিয়া, 26 মার্চ : সচেতনতামূলক প্রচারের পরেও কুসংস্কার আর অন্ধবিশ্বাস পিছু ছাড়ছে না পুরুলিয়ার প্রত্যন্ত এলাকাগুলিতে ৷ এ বারও সেই ছবি দেখা গেল পুরুলিয়ায় ৷ তাও আবার শহর পুরুলিয়ায় ৷ এক গৃহবধূকে ডাইনি অপবাদ দিয়ে বাড়িছাড়া করানোর অভিযোগ উঠেছে ৷ তবে, শুধু মহিলা নন, তাঁর পুরো পরিবারকে বাড়ি ছাড়তে হয়েছে (A Family Evicted for Witch Allegation in Purulia) ৷ সন্তানদের নিয়ে গত সোমবার থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অসহায় ওই পরিবার ৷ পুরুলিয়া পৌরসভার 16নং ওয়ার্ডের খেজুরিডাঙার ঘটনা ৷
অভিযোগ, ডাইনি অপবাদ দিয়ে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে ৷ আর এর পিছনে স্থানীয় কয়েকজন সমাজবিরোধীর হাত রয়েছে বলে অভিযোগ করেছেন মহিলা ৷ এই ঘটনায় পুরুলিয়া সদর থানার দ্বারস্থ হয়েছে পরিবারটি ৷ সেই অভিযোগের ভিত্তিতে বাণেশ্বর রাজোয়াড় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
পুরুলিয়ায় ডাইনি অপবাদে এক পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত 2015 সাল থেকে ৷ সেই সময় পুরুলিয়া পৌরসভার 16নং ওয়ার্ডের খেজুরিডাঙা এলাকার বাসিন্দা রঞ্জিত মোদকের বাবা-মাকে ডাইনি অপবাদ দেওয়ার অভিযোগ ওঠে এলাকারই কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে । এর পরই ভয়ে গ্রামছাড়া হতে হয় ওই বৃদ্ধ-বৃদ্ধাকে । অভিযোগ, এর পরই রঞ্জিত মোদক এবং তাঁর স্ত্রী-সহ ছোট ছেলেমেয়েদেরও গ্রামছাড়া করার হুমকি দেয় এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ৷
আরও পড়ুন : Witch Allegation in Purulia : ডাইনি অপবাদে মহিলার উপর অত্যাচার, গ্রেফতার হয়ে ভোলবদল ওঝার
অসহায় ওই পরিবার শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছে ৷ পুলিশের হস্তক্ষেপে প্রায় মাসখানেক পুলিশি নিরাপত্তায় বাড়িতে থাকেন তাঁরা । কিন্তু, পুলিশি নজরদারি উঠে যেতেই আবারও তাঁদের ডাইনি অপবাদ দিয়ে গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ৷ এমনকি স্থানীয়রা অশালীন কথাবার্তা ও মানসিক নির্যাতন শুরু করে ৷ তার পরেও 5 বছর কেটে গিয়েছে ৷ রঞ্জিত মোদকের বাবা-মা এখনও ঘরছাড়া ৷ কিন্তু, ফের একবার তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ আবারও ডাইনি অপবাদ দিয়ে রঞ্জিত মোদকের পরিবারকে গ্রামছাড়া করার হুমকি দেয় এলাকার কয়েকজন সমাজবিরোধী ৷ এমনকি তাঁদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে পুলিশে ৷ গত সোমবার থেকে ভয়ে বাড়িছাড়া হতে হয় গোটা পরিবারকে । তার পর পুলিশের দ্বারস্থ হলে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷