পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় কোরোনায় নতুন করে আক্রান্ত 86 জন - Purulia corona

বর্তমানে পুরুলিয়ায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 849 জন ৷ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছে 360 জন ৷

25aug_more_86_person
পুরুলিয়ায় নতুন করে কোরোনা আক্রান্ত 86 জন

By

Published : Aug 25, 2020, 12:58 PM IST

পুরুলিয়া, 25 অগাস্ট : পুরুলিয়ায় নতুন করে কোরোনা আক্রান্ত 86 জন ৷ এই নিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 849 জন ৷ সুস্থ হয়ে উঠেছেন 488 জন ৷ চিকিৎসাধীন 360 জন ৷ জেলায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 জনের ৷ হোম কোয়ারানটিনে রয়েছেন 213 জন ৷ বর্তমানে জেলায় কনটেইনমেন্ট জো়নের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 213টি ৷

জানা গিয়েছে, জেলায় নতুন করে আক্রান্তরা টামনাপাড়া, আড়ষা, হুড়া, পুঞ্চা, বলরামপুর জয়পুর, আদ্রা, কাশিপুর, মানব বাজার এলাকার বাসিন্দা ৷ প্রশাসনের তরফে এই সমস্ত এলাকাকে কনটেইনমেন্ট জো়ন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ পুরুলিয়া জেলায় মোট 50 হাজার 141 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার মধ্যে 849 জনের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷

উল্লেখ্য, গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 2 হাজার 967 জন ৷ মৃত্যু হয়েছে 57 জনের ৷ বর্তমানে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1 লাখ 41 হাজার 837 ৷ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 1 লাখ 11 হাজার 292 জন ৷ রাজ্যে সুস্থতার হার 78.46 শতাংশ ৷ অপরদিকে, কোরোনা আক্রান্ত হয়ে রাজ্যে মোট মৃত্যু হয়েছে 2 হাজার 851 জনের ৷

ABOUT THE AUTHOR

...view details