পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় BJP-তে যোগ 70 পরিবারের - পুরুলিয়া

পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিল 70 পরিবার ৷ পরিবারের সদস্যদের হাতে পতাকা তুলে দেন BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দোপাধ্যায় ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ৷

পুরুলিয়া

By

Published : Sep 3, 2019, 5:13 AM IST

পুরুলিয়া, 3 সেপ্টেম্বর : পুরুলিয়ায় তৃণমূল থেকে BJP-তে যোগদান করল 70 টি পরিবার ৷ তারা বাঘমুণ্ডি বিধানসভার সিন্দরী অঞ্চলের বাসিন্দা ৷

গতকাল পুরুলিয়ার রাজগড়িয়া ধর্মশালায় একটি দলীয় কর্মশালার মধ্য দিয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দোপাধ্যায় ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ৷

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা সহ অন্যরা ৷ প্রতাপ বন্দোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূলের উপর মানুষের ভরসা আর নেই ৷ তাই BJP-র হাত শক্ত করতে দলে দলে মানুষ যোগদান করছে ৷ আমরাও তাঁদের স্বাগত জানাচ্ছি ৷"

ABOUT THE AUTHOR

...view details