পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝাড়খণ্ডে আটকে থাকা 600 শ্রমিককে ফেরানো হল পুরুলিয়ায় - latest news of purulia

লকডাউনের তৃতীয় দফায় জেলা প্রশাসনের উদ্যোগে কাজ হারিয়ে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের একে একে বাড়ি ফেরানোর কাজ শুরু হয়েছে । গতকাল ঝাড়খণ্ড থেকে 600জন শ্রমিককে 14টি স্পেশাল বাসে পুরুলিয়ায় ফেরানো হয় ।

aa
শ্রমিক

By

Published : May 9, 2020, 3:37 PM IST

পুরুলিয়া, 9 মে: ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে লকডাউনে আটকে পড়া 600 শ্রমিককে ফেরানো হল পুরুলিয়ায় । জেলা প্রশাসন ও বাংলা- ঝাড়খণ্ড দুই রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় 14টি স্পেশাল বাসে করে গতকাল সন্ধেয় শ্রমিকদের ফেরানো হয় জেলায় । এরপর গতরাতেই জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । নিয়মমতো আজ থেকে 14 দিন পর্যন্ত ওই শ্রমিকদের কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন । জেলায় ফিরতে পেরে খুশি শ্রমিকরা ।

জানা গেছে, বেশ কয়েকমাস আগে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ঝাড়খণ্ডসহ অন্যান্য রাজ্যে শ্রমিকের কাজ করতে গেছিলেন । কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় বন্ধ হয়ে যায় কাজ । যানবাহন চলাচলও বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন তাঁরা । লকডাউনের তৃতীয় দফায় জেলা প্রশাসনের উদ্যোগে কাজ হারিয়ে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের একে একে বাড়ি ফেরানোর কাজ শুরু হয়েছে । গতকালই ঝাড়খণ্ড থেকে 600জন শ্রমিককে 14টি স্পেশাল বাসে পুরুলিয়ায় ফেরানো হয় ।

জেলায় ফিরে আসার পর গতরাতে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । আজ থেকে বেশ কয়েকজনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । তবে বেশিরভাগ শ্রমিককে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেয় জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশ প্রশাসন । পুলিশ সুপার এস সেলভামুরুগান জানান, "ঝাড়খণ্ড থেকে প্রায় 600জন শ্রমিককে পুরুলিয়ায় ফেরানো হল । এরপর অন্য রাজ্যগুলিতে আটকে থাকা শ্রমিকদের চিহ্নিত করে তাঁদের জেলায় ফেরানো হবে । তার আগে জেলা প্রশাসন বা রাজ্য সরকারের কাছে জেলায় প্রবেশের আবেদন জানাতে হবে ওই শ্রমিকদের ।"

ABOUT THE AUTHOR

...view details