পুরুলিয়া, 29 জুলাই : পরপর দু'দিনে বজ্রাঘাতে মৃত্যু হল 6 মহিলার । জমিতে কর্মরত অবস্থায় বাজ পড়ে তাঁদের মৃত্যু হয় ৷ বৃহস্পতিবার কেন্দা থানার গোপীনাথপুরের ধানের চারা লাগাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় 23 বছর বয়সী মহিলা কণকলতা বাস্কের । পাশাপাশি এদিন মফঃস্বল থানার নদিয়াড়া গ্রামে শিবানী গড়াই (40) এবং সিংবাজার গ্রামের প্রমীলা রজকের (45) মৃত্যু হয়েছে ৷ তাঁরাও জমিতে কাজ করছিলেন ৷ গতকাল একই ভাবে চাষের কাজ করার সময় জেলায় মৃত্যু হয়েছে আরও তিন মহিলার ৷
এদিন কেন্দা থানার কণকলতা ও মফঃস্বল থানার শিবানী এবং প্রমীলা চাষের জমিতে কাজ করছিলেন ৷ সেই সময় ঘটে দুর্ঘটনা ৷ কণকলতা তাঁর স্বামীর সঙ্গেই জমিতে কাজ করছিলেন ৷ তাঁর স্বামী হেমন্ত বাস্কে বলেন, "আমরা পাশাপাশিই কাজ করছিলাম ৷ তার মধ্যেই বাজ পড়ল ৷ আমরা পড়ে গেলাম জমির মধ্যেই ৷ আমি তারপর কোনও মতে উঠে দেখি আমার স্ত্রী আর উঠতে পারছে না ৷ পরে আশপাশের লোকজন এসে ওকে তুলল ৷"