পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজস্থানের কোটা থেকে ফিরল পুরুলিয়ার 59 জন পড়ুয়া

রাজস্থানের কোটাতে পড়াশোনা করত পুরুলিয়ার 59 জন ছাত্র-ছাত্রী ৷ কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে লক ডাউন জারি হওয়ায় বন্ধ পড়াশোনা, আটকে পড়ে তারা ৷ রাজ্য সরকারের নির্দেশমতো পুরুলিয়া জেলা প্রশাসন তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন ৷

59 students of Purulia returned from Kota
রাজস্থানের কোটা থেকে ফিরল পুরুলিয়ার 59 জন পড়ুয়া

By

Published : May 2, 2020, 3:39 PM IST

পুরুলিয়া, 2 মে : রাজস্থানের কোটা থেকে পুরুলিয়ায় ফিরল 59 জন ছাত্রছাত্রী ৷ আজ ভোররাতে তারা পুরুলিয়ার হাতুয়াড়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে এসে পৌঁছায় ৷ সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ৷ পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে বাড়ি পৌঁছে দেওয়া হয় ৷ 14 দিন বাড়িতে কোয়ারানটিনে থাকার নির্দেশ দেয় জেল স্বাস্থ্য বিভাগ ৷ বাড়ি ফিরে খুশি পড়ুয়ারা ও তাদের পরিবার ৷ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ৷

কোরোনা মোকাবিলায় দেশ জুড়ে লক ডাউন জারি হওয়ায় বন্ধ হয়ে যায় পড়াশোনা ৷ এরপরই সেখানেই বিগত একমাস ধরে আটকে পড়ে পড়ুয়ারা ৷ কয়েকদিন পরই পড়ুয়াদের পরিবার পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে ছেলেমেয়েদের বাড়ি ফেরানোর জন্য আবেদন জানান ৷ পরে রাজ্য সরকারের নির্দেশমতো পুরুলিয়া জেলা প্রশাসন তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করে ৷ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বিশেষ বাসের মাধ্যমে তাদের রাজস্থান থেকে নিয়ে আসা হয় ৷ হাতুয়াড়া মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের সকলকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয় ৷

রাজস্থানের কোটা থেকে ফিরল পুরুলিয়ার 59 জন পড়ুয়া

ছাত্র-ছাত্রীরা জানায়, লক ডাউনের মধ্যে ভীষণ সমস্যায় পড়েছিল সকলেই ৷ বাড়ির লোকেদের জন্য মন খারাপও হচ্ছিল ৷ একটা ভয়ও ছিল ৷ রাজ্য সরকার এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে তারা বাড়ি ফিরতে পেরে খুশি ৷

ABOUT THE AUTHOR

...view details