পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় কনটেনমেন্ট জ়োন বেড়ে 42 টি

পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত আরও 8 জন । পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল মোট 157। জেলায় কনটেনমেন্ট জ়োন সংখ্যা বেড়ে হল 42 টি ।

কনটেইনমেন্ট জ়োন
কনটেইনমেন্ট জ়োন

By

Published : Jul 25, 2020, 5:10 PM IST

পুরুলিয়া, 24 জুলাই : আবার নতুন করে পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত 8 জন । জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 157। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 107 জন । বাকি 50 জন চিকিৎসাধীন । জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হল 42 টি ।

নতুন করে কোরোনায় আক্রান্ত ওই ব্যক্তিরা পুরুলিয়া জেলার নিতুড়িয়া, আদ্রা, কাশিপুর ও পুরুলিয়া সদর থানা এলাকার বাসিন্দা l কোরোনা আক্রান্তের সবকটি এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে পুরুলিয়া জেলা প্রশাসন l বাঁশের বেড়া দিয়ে ঘিরে এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে পুলিশ l জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা আক্রান্ত সবকটি এলাকাকে বারবার স্যানিটাইজ় করার কাজ চলছে l

প্রশাসন সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন আট জন l পাশাপাশি হোম কোয়ারানটাইন পর্যবেক্ষণে রয়েছেন 4412 জন l জেলা থেকে মোট 21,219 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে l যার মধ্যে পজ়িটিভ রিপোর্ট এসেছে 165 জনের এবং নেগেটিভ রিপোর্ট এসেছে 20,105 জনের l বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি l

ABOUT THE AUTHOR

...view details