পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় 42 টি পরিযায়ী শ্রমিক পরিবারের কংগ্রেসে যোগদান - migrant worker families join congress

42 জন পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে বেঙ্গালুরু গিয়েছিলেন l বাড়ি ফেরার জন্য সাহায্য চেয়ে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর সঙ্গে যোগাযোগ করেন । নেপাল মাহাতো বেঙ্গালুরু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন l  তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন l  আজ কংগ্রেসে যোগ দিলেন 42জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা l

purulia
purulia

By

Published : Jun 13, 2020, 12:14 AM IST

পুরুলিয়া, 12 জুন : কোরোনা আবহের মধ্যে পুরুলিয়ায় চলছে রাজনৈতিক দলবদল । আজ দড়দা গ্রাম পঞ্চায়েতের শালডি, মুরুগাড়া, চাকুলিয়া ও দেউলী গ্রামের বেশ কয়েকটি পরিবার কংগ্রেসে যোগ দিল । এই 42 টি পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা BJP, তৃণমূল এবং অন্যান্য দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন l

পুরুলিয়া শহরের জেলা কংগ্রেস কার্যালয়ে যোগদানকারীদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় । জেলা কংগ্রেসের সহ সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায়, বলরামপুর ব্লক কংগ্রেস সভাপতি নারায়ণ মাহাতো এবং জেলা যুব কংগ্রেসের সভাপতি সুভাষ মাহাতো সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন ।

42 জন পরিযায়ী শ্রমিক কাজের সূত্রে বেঙ্গালুরু গিয়েছিলেন l এরপর লকডাউন জারি হওয়ায় বন্ধ হয়ে যায় কাজ l সেখানেই গৃহবন্দী হয়ে পড়েন তাঁরা l লকডাউন থাকাকালীন প্রায় দুই মাস ধরে জেলায় ফেরার চেষ্টা করেন । কিন্তু তাঁরা ফিরতে পারেননি l এইদিকে টাকা পয়সাও শেষ হয়ে যাওয়ায় বিভিন্ন সমস্যায় পড়তে হয় ওই পরিযায়ী শ্রমিকদের l কোনও উপায় না থাকায় শেষে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতোর সঙ্গে যোগাযোগ করেন তাঁরা l সমস্যার কথা জানান l


পরিযায়ী শ্রমিকদের অসহায় অবস্থার কথা শুনে নেপাল মাহাতো বেঙ্গালুরু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন l তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করেন l সম্প্রতি বাড়ি ফিরে তাঁরা 14 দিন কোয়ারানটিনে ছিলেন l সেই সময় কংগ্রেসের নেতাকর্মীরা তাঁদের পরিবারের হাতে খাদ্য সামগ্রীও তুলে দেন l আজ কংগ্রেসে যোগ দিলেন 42জন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা l

এই বিষয়ে জেলা কংগ্রেসের সহ-সভাপতি উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, “পুরুলিয়ার বহু পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করেনি কেন্দ্র ও রাজ্য সরকার l তাঁদের সঙ্গে অমানবিক ও নিষ্ঠুর ব্যবহার করেছে l এই ব্যবহারে আঘাত পেয়ে পরিযায়ী শ্রমিকদের মনে দুই সরকারের প্রতি ঘৃণা জন্মেছে l আর সেই জায়গা থেকেই বিধায়ক নেপাল মাহাতোকে ভালোবেসে, কংগ্রেস দলের আদর্শকে ভালোবেসে কংগ্রেসে যোগ দিলে দড়দা গ্রাম পঞ্চায়েত এলাকার 42টি পরিযায়ী শ্রমিকের পরিবার l"

ABOUT THE AUTHOR

...view details