পুরুলিয়া, 14 এপ্রিল: গত বুধবার দুপুরে পুরুলিয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূজা খাঁ-র (25) অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যায় ৷ ঘটনার দিনই মেয়ের শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিলেন তাঁর বাবা উজ্জ্বল কুমার মল্লিক ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে নিহত গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ননদকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযোগ পণের দাবিতে পূজার উপরে অত্যাচার করতেন শ্বশুর বাড়ির লোকেরা ৷ ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয় ৷ বিচারক মৃতের স্বামী শ্রীকান্ত খাঁ-কে 5 দিনের পুলিশ হেফাজত এবং বাকিদের পুলিশ জেল হেফাজতে পাঠিয়েছেন ৷
মৃত পূজা খাঁ-এর বাবা উজ্জ্বল কুমার মল্লিক বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করান ৷ সেখানে তিনি জানিয়েছেন, বছর 2 আগে সম্বন্ধ করে তিনি মেয়ের বিয়ে দিয়েছিলেন পুরুলিয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীকান্ত খাঁ-র সঙ্গে ৷ শ্রীকান্তের বাড়িতে তাঁর মা আরাধনা খাঁ, বাবা সঞ্জয় খাঁ এবং বোন রজনী খাঁ রয়েছেন ৷ বিয়ের সময় শ্রীকান্তর বাড়ি থেকে 100 গ্রাম সোনা ও 1 লক্ষ টাকার দাবি করা হয়েছিল ৷ কিন্তু, তিনি সোনা পুরো দিতে পারলেও, নদগ 30 হাজার টাকাই দিতে পেরেছিলেন ৷