পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় নতুন করে কোরোনায় আক্রান্ত 3 - কোরোনা

পুরুলিয়ায় নতুন করে তিনজনের শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেল । জেলা স্বাস্থ্যবিভাগের তরফে জানানো হয়েছে, সরকারি কোয়ারানটিন সেন্টারগুলিতে পর্যবেক্ষণে রয়েছেন 261 জন এবং হোম কোয়ারানটিনে রয়েছেন 4367 জন l

purulia
পুরুলিয়া

By

Published : Jul 13, 2020, 5:04 AM IST

পুরুলিয়া, 13 জুলাই : পুরুলিয়ায় নতুন করে কোরোনা আক্রান্ত তিন l ফলে জেলায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 109 l আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 93 জন l বাকি 16 জনের চিকিৎসা চলছে l দিন দিন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়া জেলাজুড়ে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, "জেলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন চারজন l সরকারি কোয়ারানটিন সেন্টারগুলিতে পর্যবেক্ষণে রয়েছেন 261 জন এবং হোম কোয়ারানটিনে রয়েছেন 4367 জন l আজ আবার নতুন করে 303 জনের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে l ইতিমধ্যে জেলায় মোট 17 হাজার 214 জনের সোয়াব নমুনা পাঠানো হয়েছিল । তার মধ্যে 16 হাজার 198 জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । এবং 109 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে l বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি l"

কোরোনা সংক্রমণ এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার ও মাস্ক পরে দৈনন্দিন কাজকর্ম সারার পরামর্শ দেওয়া হচ্ছে l প্রচার চালানো হচ্ছে জেলাজুড়ে l

ABOUT THE AUTHOR

...view details